মুছাপুর রেগুলেটর নির্মাণ প্রলম্বিত হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও হবে -ফখরুল ইসলাম
২৬ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন শত শত নারী-পুরুষসহ এলাকাবাসী। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জনতা বাজার এলাকায় ভাঙ্গন কবলিত নদীর পাড়ে এক ডজনের অধিক সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও তার ভাই মির্জা কাদের বাহিনীর অব্যাহত বালু উত্তোলনের ফলে গত ২৬ আগস্ট ছোট ফেনী নদীর ওপর নির্মিত মুছাপুর ২৩ ভেন্টের রেগুলেটরটি ভেঙে যায়। এতে লোনা পানি ঢুকে এ অঞ্চলের এক লাখ ৩০ হাজার হেক্টর জমির ফসল উৎপাদন করা যাচ্ছে না। আশপাশের শত শত বাড়ি-ঘর, ফসলি জমি,স্কুল,মসজিদ মাদ্রাসা,হাট-বাজার সবকিছুই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি বিএনপির হাই কমান্ডের কাছে অনুরোধ করবো, আমাদের দলের যারা এ বালু সন্ত্রাস,কৃষি জমির টপ সয়েল লুট সহ নানা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিন,নানা অপকর্মের সাথে জড়িতদের দল থেকে শাস্তি মুলুক বহিষ্কার করুন। নির্ঘুম রাত কাটাচ্ছে কোম্পানীগঞ্জ উপকূলবাসী। বর্ষা আসছে, নদী ভাঙ্গন রোধে তড়িৎ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন,মুছাপুর রেগুলেটর নির্মাণ কাজ প্রলম্বিত হলে জনগণকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।
ফখরুল ইসলাম বলেন, এখানে কাউয়া কাদেরের (ওবায়দুল কাদের)প্রশ্রয়ে তার ভাই কাদের মির্জা তার নিকটাত্মীয় ভাগ্নেদের দিয়ে খাল দখল করে মির্জানগর , রাহাত নগর ,শাহাদাত নগর গড়ে তুলেছিল। শত শত একর খাস জমি দখল করে মৎস, কৃষি খামার গড়ে তুলেছে। সেগুলোতে ব্যক্তি মালিকানাধীন জমি জবর দখল করে রাখার অভিযোগ রয়েছে। তাদের লোকজন পানি নিষ্কাশনের পথরুদ্ধ করায় এবং শত-হাজার কোটি টাকার বালু উত্তোলন করায় এ দুর্বৃত্ত সিন্ডিকেটের মনুষ্যসৃষ্ট দুর্যোগে মুছাপুর রেগুলেটর ধ্বংস করেছে।
তিনি আরও বলেন,নোয়াখালীর সাবেক ডিসি দেওয়ান মাহবুবুর রহমানসহ প্রশাসনের লোকজন বালু ও মাটি খেকোদের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে জনস্বার্থ বিরোধী কর্মকান্ডে সহায়তা করেছিল। ফখরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির দলীয় সাইনবোর্ড ব্যবহার করে যারা বর্তমানে অবৈধ বালু ব্যবসা, কৃষি জমির মাটি লুটসহ নানা অনিয়ম করে মানবিক বিপর্যয় সৃষ্টি করছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে, বিএনপির প্রতি মানুষের যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা প্রশমিত করারও জোর দাবি জানাচ্ছি।
এসময় মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, সদস্য আফতাব আহমেদ, একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, গোলাম হায়দার শাহীন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ।এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে

বিদেশে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ

নতুন ‘স্ট্যান্ডার্ড’ স্থানের নামের তালিকা প্রকাশ করল চীন

ডা. জুবাইদা রহমানের জামিন

থানা ম্যানেজ করে ঘুরে বেড়াচ্ছেন ওয়ারেন্টভূক্ত আসামি লুৎফর

ডোনাল্ড ট্রাম্পকে সউদীতে ঐতিহাসিক ও বিলাসবহুল অভ্যর্থনা

নিবন্ধন ও প্রতীক ফেরত পাওয়ার আপিলের রায় ১ জুন

সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

চট্টগ্রাম বন্দর বিশ্বমানের হলে অর্থনীতি দ্রুতবেগে পরিবর্তন হবে : ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচনের দেখা নেই!

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ফাজিল (ডিগ্রীতে) শতভাগ পাশের ধারা অক্ষুণ্ন

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আদালতে ‘হেল্পলাইন’ সেবা চালু

উকিল দম্পতির ১৪ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার : খাদ্য উপদেষ্টা

এমপিদের শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা স্নাতক করার আবেদন

ভারতের প্রেসিডেন্টের কাছে আজ পরিচয়পত্র পেশ করবেন রিয়াজ হামিদুল্লাহ