সীমাহীন যানযট ও অবৈধ যানবাহনের ভারে নুহ্যমান বরিশাল মহানগরীতে নতুন ৫’শ সিএনজির অনুমোদন চায় নগরভবন
বরিশাল মহানগরীতে বৈধ যানবাহনের চেয়ে তিনগুণ অবৈধ যানবাহন চলাচল করলেও আরো ৫শ সিএনজি চালিত আটো রিক্সার অনুমোদন চায় নগরভবন। খোদ যানবাহন নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর দায়িত্বশীল সূত্রের মতে, রুট-পারমিট বিহীন অবৈধ যানবাহনগুলো কোন নিয়মনীতি মেনে না চলা সহ নির্দিষ্ট কোনো স্টপেজ না থাকায় নিকট অতীতের যানজটমুক্ত বরিশাল মহানগরী এখন যানজটের শহরে পরিণত হয়েছে। মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ প্রতিনিয়ত যানজট নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছে।...