গারো পাহাড়ে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলা হবে- শেরপুরে বন ও পরিবেশ মন্ত্রী
পরিবেশ বন ও জালবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, আমরা গারো পাহাড়ের হাতি মানুষের দ্বন্ধ নিরসনের জন্য একটি অভয়ারণ্য ঘোষনার জন্য কাজ করে যাচ্ছি । আশাকরি এটা আমরা করতে পারবো। আমরা চাইনা হাতি এবং মানুষের মধ্যে দ্বন্ধ চলুক। হাতি বা মানুষ মারাগেলে আমরা কষ্ট পাই। তিনি আরো বলেন, জীব বৈচিত্র রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে।...