সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশী তরুন নিহত : আহত ২
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী লালাখাল এলাকায় গুলিতে নিহত হয়েছেন এক তরুন। পেশায় বারকি শ্রমিক তিনি। নিহত রুবেল হোসেন (২২) কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার পূত্র। এছাড়া আহত হয়েছেন অন্তত ২জন। তারা হলেন- কালিঞ্জী এলাকার মোহাম্মদ আলীর পূত্র আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬টায় সারীনদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন কালিঞ্জী এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি...