সউদীর সাথে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামের একাংশে ঈদুল আযহা উদযাপিত
সউদী আরবের সাথে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামের একাংশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। শনিবার হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ মাদ্রাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর শায়েখ মো. আরিফ চৌধুরী।
তিনি জানান, ১৯২৮ সার থেকে মুফতী আল্লামা ইসহাক( রহ.)কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সার্দ্রা ঐতিহাসিক দরবার শরীফের ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম নবচঁন্দ্র...