খাজা চৌহরভী ছিলেন নুরানী জ্ঞানে ভাস্বর আনজুমান ট্রাস্ট আয়োজিত ওরশ মাহফিলে বক্তাগণ
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় খাজা আবদুর রহমান চৌহরভীর (রহঃ) ১০২তম ওফাত দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ষোলশহরস্থ আলমগীর খানকায় মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, আবদুর রহমান চৌহরভী ছিলেন উঁচু স্তরের আধ্যাত্মিক সাধক, একজন শ্রেষ্ঠ আশেকে রাসূল (স:) ও সফল সমাজ সংস্কারক। তিনি ছিলেন নূরানী জ্ঞানে ভাস্বর ও বেলায়তের নক্ষত্র। সালানা ওরস মাহফিলে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস...