৩৯ বছর পলাতক, অবশেষে পুলিশের জালে আটক!
সময়টা ১৯৮৪ সাল।১১ ই সেপ্টেম্বর দুপুর অনুমান ২ ঘটিকার সময় ২১ বছরের টকবগে যুবক মোঃ এসকান্দর খান, পিতা- মৃত আব্দুস শুক্কুর খান, সাং- ছিটিয়াপাড়া,০৬ নং পৌর ওয়ার্ড, রাউজান পৌরসভা, রাউজান থানা, চট্টগ্রাম তাহার পিতা ও বোনের সাথে তর্ক-বির্তক করায় একই এলাকার আবুল হোসেন প্রঃ বোচাইয়াকে ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপ মারিয়া শরীরের বিভিন্ন স্থানে জখমের পাশাপাশি কান কেটে ফেলে। ঘটনার...