মা মাছের হালকা ডিমের নমুনা মিলেছে, পাহাড়ি ঘোলা পানির অপেক্ষায় হালদা
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছের ডিমের নমুনা দেখা গেছে।গতকাল বৃহস্পতিবার বিকালে নদীর কিছু কিছু অংশের এই ডিমের নমুনা পাওয়া গেছে বলে জানা যায়। সোম, মঙ্গলবার রাতে ও বূধবার দিনের বেলায় মেঘের গর্জন ও বৃষ্টি হলে মা মাছ নদীর বিভিন্ন স্পটে ডিমের নমুনা দের ।তবে বেশি পরিমান ডিম দেয়নি বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। এখন মা মাছ ডিম ছাড়ার ভরা...