উজানে প্রবাহ নিয়ন্ত্রনে দক্ষিণের নদ-নদীর নাব্যতা সংকট ও লবনাক্ততা বৃদ্ধির সাথে ভয়াবহ ভাঙন
উজানে প্রবাহ নিয়ন্ত্রন সহ যথাযথ সংরক্ষন ও উন্নয়নের অভাবে দক্ষিণাঞ্চলের নদ-নদী সমুহের ধারন ক্ষমতা হ্রাসের ফলে শুষ্ক মৌসুমে নাব্যতা সংকট আর বর্ষাকালে ভাঙনের তীব্রতাও ভয়াবহ আকারে বাড়ছে। এমনকি যথাযথ ড্রেজিং ও ভাঙন রোধে সময়োচিত পদক্ষেপের অভাবে নিকট অতীতে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের আশির্বাদ এসব নদ-নদী ক্রমাগত দুঃখে পরিনত হচ্ছে। বর্ষা মৌসুমে প্রায় ৫ হাজার কিলোমিটার দীর্ঘ দক্ষিণাঞ্চলের ১৩২টি নদ-নদীর ভয়াবহ ভাঙনে...