দৃষ্টিনন্দন বাঁকখালী ব্রীজ যোগাযোগ সহজ করণ ছাড়াও ভূমিকা রাখবে পর্য়টন আকর্ষণে
দৃষ্টিনন্দন বাঁকখালী ব্রীজটি যোগাযোগ সহজ করণ ছাড়াও ভূমিকা রাখবে পর্য়টন আকর্ষণে।কক্সবাজার শহরের ঐতিহাসিক স্থান বদর মোকাম পয়েন্টের কস্তুরাঘাট দিয়ে বাঁকখালী নদীর উপর নির্মিত হচ্ছে নন্দন এই বাঁকখালী ব্রীজ। এটি সিভিল এভিয়েশনের কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ। তবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় কক্সবাজার।
এই ব্রীজ যেমন যুক্ত করবে কক্সবাজার শহরের ও বিমানবন্দরের সাথে খুরুস্কুলের শেখ হাসিনা আশ্রায়ণ প্রকল্প। তেমনি...