ডিপিএস এসটিএস স্কুলেল উদ্যোগে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন, বৈশ্বিক বিভিন্ন সঙ্কটের আলোকপাত
ষষ্ঠ বারের মত ডিপিএস এসটিএস (দিল্লী পাবলিক) স্কুল ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন বা মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন) কনফারেন্স। ডিপিএসএমইউএন সিক্স নামে পরিচিত এই চার দিনব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে; চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। ডিপিএস এসটিএস ঢাকার সিনিয়র ক্যাম্পাসে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। বৃহষ্পতিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিবোলা হাই স্কুল (যুক্তরাষ্ট্র), ইয়ু চ্যুং ইন্টারন্যাশনাল...