নাসার আমন্ত্রণে এবার কি যুক্তরাষ্ট্র যেতে পারবে শাবির টিম অলিক?
২০১৯ সালের নাসার আমন্ত্রণে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে যেতে পারেনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অলীক। টিমের সদস্যরা সেবার সেখানে যেতে না পারলেও আইসিটি মন্ত্রণালয় ও বেসিসের মোট ১১ জনের মধ্যে ৮ জন সেখানে গিয়েছিলেন। ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা দিবে এমন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন ফুটিয়ে তুলে ধরে চ্যাম্পিয়ন হওয়ায় বর্ধিত আমন্ত্রণে আবারও...