ভোলার পুকুরে মিলল মৎস্য খেকো ‘সাকার মাউথ ক্যাটফিশ’
ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের পুকুরে মিলল মাছ খেকো দুইটি ভায়ংকর ‘সাকার মাউথ ক্যাটফিশ’। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রঞ্জন আলী বেপারী বাড়ির পুকুরের পানি সেচ শেষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাছ ধরতে গিয়ে অদ্ভুত আকৃতির বিড়ল প্রজাতির দুটি মাছ দেখতে পেয়ে ভিড় জমান স্থানীয়রা। মাছ দুটি উদ্ধার করে মো. ইয়াকুব আলী জানান, আমাদের বাড়ির পুকুরের মাছ শিকারের জন্য সবাই...