রাজশাহীতে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল
পবিত্র মাহে রমজানের প্রথম রোজা ও জুমা আজ। রাজশাহীর মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল। শাহ মখদুম দরগাহ জামে মসজিদে দূর-দূরান্ত থেকে নামাজ পড়তে ছুটে আসেন মুসল্লিরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের মসজিদের বাহিরেও বেশ কয়েকটি কাতারে নামাজের জন্য দাঁড়াতে দেখা যায়। নামাজ শেষে মসজিদের খতিব মুফতি মাওলানা মো: মহিবুউল্লাহ সকল মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া করেন।