চাচিকে বিয়ে করা যুবক গ্রেফতার
মাগুরার মহম্মদপুরে আপন চাচিকে বিয়ে করা যুবক গ্রেফতার। সাজাপ্রাপ্ত এ যুবকের ঠাঁই হয়েছে মাগুরা জেল খানায়। মোঃ নুর মিয়া (২২) নামে ওই যুবককে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের মোঃ মোক্তার মৃধার ছেলে নুর মিয়া আপন চাচা আহম্মদ মৃধার মৃত্যুর পর চাচি আসমা বেগম (৪৫) এর সাথে...