লালমাইতে শাহ আলী সুপার বাস উল্টে আহত- ৩০
কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর -বাগমারা – কুমিল্লা সড়কে যাতায়াতকারী শাহ আলী সুপার পরিবহনের বাস উল্টে পড়ে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছে। শনিবার হাসানপুর থেকে কুমিল্লারউদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি মোস্তফাপুর নামক স্থানে সকাল ১১টায় এ দুঘর্টনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, নাঙ্গলকোটের হাসানপুর থেকে ছেড়ে আসা শাহ আলী সুপার পরিবহনের (ঢাকা মেট্রো জ ১১-৩০৮১) বাসটি লালমাই উপজেলার দক্ষিণ ভুলইন ইউনিয়নের মোস্তফাপুর নামক স্থানে পৌঁছলে...