নেক কামাইয়ের মাস রমজান মাস- চরমোনাইর পীর সাহেব
পবিত্র মাহে রমজান নেক কামাইয়ের মাস,এ মাসে ১ টি ফরজ আদায় করলে ৭০ গুন সওয়াব আল্লাহ দান করবেন,রমজান মাসের নফল এবাদত অন্যান্য মাসের ফরজ আদায়ের সমতুল্য,নেক কামাইয়ের মাস রমজান মাস,সকলকে রমজান মাসে বেশী বেশী এবাদত বন্দেগী সহ রোজা রাখার আহবান করেন,এরই সাথে বেশী বেশী তওবা করার আহবান করেন,তওবা অর্থ ফিরে আসা,খারাপ কাছ থেকে ফিরে আসতে হবে। তিনি বুধবার ৮ মার্চ...