নকল দুধে বাজার সয়লাব : জনস্বাস্থ্য হুমকিতে !
পবিত্র রমজান মাসে দেশের দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জে উৎপন্ন গরুর তরল দুধের চাহিদা সারাদেশে বহুলাংশে বেড়েছে। কিন্তু বাড়েনি দুধের উৎপাদন। বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ায় উৎপন্ন তরল দুধ দেশে দুধের মোট চাহিদা পূরণ করতে পারছে ন। ঘাটতি ঘাটতি থেকে যাচ্ছে দিনে প্রায় দেড় লাখ লিটার। আর এই ঘাটতি পূরণের সুযোগে এক শ্রেণির মুনাফালোভী অসাধু দুধ ব্যবসায়ী, মধ্যসত্বভোগী ও ঘোষ সম্প্রদায় মানবদেহের জন্য...