স্বাধিনতার ৫২তম বার্ষিকী থেকে বরিশালের আকাশে ডানা মেলবে প্রতিদিন দুটি বেসরকারী উড়ান
রাষ্ট্রীয় বিমান-এর ফ্লাইট সপ্তাহে ৩ দিনেই সীমাবদ্ধ থাকল রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থার বিবেকহীন উদাশীনতার মধ্যেই স্বাধিনতার ৫২তম বার্ষিকীতে বেসরকারী ‘নভো এয়ার’ দক্ষিনাঞ্চলের একমাত্র আকাশ পথে প্রতিদিন নিয়মিত আকাশ পরিসেবা চালুর ঘোষনা দিয়েছে। অপরদিকে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩ মার্চ থেকে কার্যকর গ্রীষ্মকালীন সময়সূচীতে বরিশাল সেক্টরে সপ্তাহে ৪ দিন ফ্লাইট পরিচালনার ঘোষনা দিয়েও তা থেকে সরে এসে তার উড়ান সপ্তাহে ৩...