সার্জেন্ট মোর্শেদার সহায়তায় ফুটপাতে ভূমিষ্ঠ হল নবজাতক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) ট্রাফিক বিভাগের কর্তব্যরত সার্জেন্ট মোর্শেদার সহায়তায় রাজধানীর নতুন বাজার এলাকার ফুটপাতে ভূমিষ্ঠ হয়েছে এক নবজাতক।ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ সূত্র জানায়, শুক্রবার বিকেলে রাজধানীর নতুন বাজার এলাকার ফুটপাতে হঠাৎ প্রসব বেদনা ওঠে এক নারীর। আশপাশের কেউ এগিয়ে না আসায় ওই নারী অসহায় হয়ে পড়েছিলেন। তার অসহায়ত্ব দেখে সেখানে কর্তব্যরত সার্জেন্ট মোর্শেদা এগিয়ে আসেন। সঙ্গে এক নারী কনস্টেবলকে...