ন্যাশনাল ব্যাংকের দুই দিনে ১৯ কোটি শেয়ার হাতবদল
০৮ মে ২০২৪, ০৫:০৯ পিএম | আপডেট: ০৮ মে ২০২৪, ০৫:০৯ পিএম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত দুই দিনে ন্যাশনাল ব্যাংকের বিপুল পরিমাণ শেয়ার হাতবদল হয়েছে। পাশাপাশি সাধারণ বাজারেও বেড়েছে ব্যাংকটির শেয়ার লেনদেন। তাতে দেখা যায়, গত দুই দিনে ডিএসইতে ব্লক ও সাধারণ মার্কেট মিলিয়ে ১৮ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৭১৩টি শেয়ার হাতবদলে ন্যাশনাল ব্যাংকের মোট লেনদেন হয়েছে ১২৬ কোটি ৯৯ লাখ টাকা। এছাড়া আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত ব্যাংকটির শেয়ারদর ২০ পয়সা বা ২ দশমিক ৮৬ শতাংশ কমেছে। এ সময় পর্যন্ত পৌনে তিন লাখ শেয়ার হাতবদলে ব্যাংকটির মোট লেনদেন হয়েছে ১৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সোমবার বøক মার্কেটে ন্যাশনাল ব্যাংকের ১২ কোটি ২৫ লাখ ২০ হাজারের বেশি শেয়ারের হাতবদল হয়েছে; যার বাজারমূল্য ছিল প্রায় ৮৩ কোটি টাকা। আর মঙ্গলবার একই মার্কেটে হাতবদল হয়েছে ব্যাংকটির ৬ কোটি ৪৫ লাখ শেয়ার; যার বাজারমূল্য সাড়ে ৪২ কোটি টাকার বেশি। সব মিলিয়ে গত দুই দিনে ব্যাংকটির বøক মার্কেটে ১৮ কোটি ৭০ লাখের বেশি শেয়ারের হাতবদল হয়েছে, যার মোট বাজারমূল্য ছিল ১২৫ কোটি টাকার বেশি।
গত ৯ এপ্রিল বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবির শীর্ষ কয়েকজন ব্যক্তিকে ডেকে নিয়ে ন্যাশনাল ব্যাংক একীভ‚ত করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এই খবরে ন্যাশনাল ব্যাংকের শেয়ারদর তলানিতে নেমে আসে। কিন্তু স¤প্রতি করা এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, আপাতত তারা অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভ‚ত হবে না। বরং নিজেরাই সবল হতে চায়। এর পর থেকে শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারের দাম এবং ব্লক মার্কেটে লেনদেন বাড়তে শুরু করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্লক মার্কেটে গত দুই দিনে হাতবদল হওয়া শেয়ারের বড় অংশই কেনা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানের নামে। তার মধ্যে রয়েছে ইস্ট কোস্ট গ্রুপ, গ্রিন স্কয়ার ও মার্চেন্ট অটো নামের প্রতিষ্ঠান। বøক মার্কেটে এসব শেয়ার হাতবদল হয়েছে একটি ব্রোকারেজ হাউসের মাধ্যমে। এই ব্রোকারেজ হাউসটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সাবেক এক পরিচালক। যিনি চট্টগ্রামভিত্তিক একটি গ্রæপের ঘনিষ্ঠভাজন ব্যক্তি।
এদিকে নতুন করে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠনের পর ব্যাংকটির মালিকানায়ও বদল আসছে বলে জোর গুঞ্জন রয়েছে ব্যাংক পাড়ায়। ইসলামী ব্যাংক, এসআইবিএলসহ বেসরকারি খাতের একাধিক ব্যাংকের মালিকানায় থাকা চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ এস আলম ন্যাশনাল ব্যাংকের মালিকানায় যুক্ত হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। যদিও বিষয়টি পুরোপুরি খোলাসা করেনি ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিষদ। কিন্তু একীভূত না হওয়ার সিদ্ধান্ত এবং ব্যাংকটির মালিকানা পরিবর্তনের খবরে শেয়ারবাজারে ন্যাশনাল ব্যাংকের লেনদেন বাড়ছে।
সূত্র মতে, ডিএসইর সাধারণ বাজারে টানা সাত দিন ধরে ব্যাংকটির শেয়ারদর বেড়েছে। গড়ে আড়াইশো বার হাতবদলে গেল সাত দিনে ব্যাংকটির শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে গত দুই দিনেই ডিএসইর সাধারণ বাজারে শেয়ারদর বেড়েছে ১১ শতাংশ। গত সোম এবং মঙ্গলবার ডিএসইতে ব্যাংকটির মোট ২০ লাখ ৫০ হাজার ২৬৪টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ছিলো ১ কোটি ৪১ টাকা।
বিভাগ : ব্যবসা-বাণিজ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্দোলনে গুলিবিদ্ধ পা থেকে ১১০ দিন পরে বের করা হলো বু্লেট
বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যু তুলে ঝাড়খণ্ডে জিততে পারে নি বিজেপি, তবে মহারাষ্ট্রে বড় জয়
আবু সাঈদকে নিয়ে হাসিনার দাবি কতটুকু সত্য
বগুড়ায় কনসার্টের ভীড়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
অনলাইন জুয়ার প্রচারণায় বুবলী
রিংয়ে আমিনুল-সানজিদাদের উৎসব
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
আওয়ামী লীগকে কবর দিয়েছেন শেখ হাসিনা
রোচ-গ্রেভস জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ
মোমবাতি প্রজ্বলনে তাজরীন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ
সিসিকের সাবেক কাউন্সিলর ১৩ মামলার আসামী আ‘লীগ নেতা লায়েক গ্রেফতার
যার হাত ধরে পরীমনি এসেছিলেন চলচ্চিত্রে,তার মরণ দিনে করলেন খাসি জবাই
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হচ্ছে লেকের নাম, নতুন নাম ‘মুগ্ধ সরোবর’
সোনারগাঁয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
সেনবাগে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবী
পঞ্চগড়ে সিন্ডিকেট ভাঙতে তেঁতুলিয়ায় ৫৫ টাকায় আলু বিক্রি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন