বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি ‘বিওয়াইডি সিল’ উন্মোচন
দেশের অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তনে আনুষ্ঠানিক যাত্রা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা বিওয়াইডি। বাংলাদেশে বিওয়াইডি গাড়ির পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড দেশের বাজারে ‘বিওয়াইডি সিল’ মডেলের ফ্ল্যাগ-শিপ গাড়ি উন্মোচন করেছে সোমবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “দেশ ও পরিবেশের স্বার্থে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।...