ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ২৩তম এজিএম অনুষ্ঠিত
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ম্যারিকো’র বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান সৌগত গুপ্তা। সভায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকর; বোর্ড সদস্যবৃন্দ; ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস পারভীন মাহমুদ (অডিট কমিটির চেয়ারম্যান); জাকির আহমেদ খান (নমিনেশন ও রেমুনারেশন কমিটির চেয়ারম্যান); এবং শীলা আর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। রোববার (৩০ জুলাই)...