সাউথইস্ট ব্যাংকের এজিএমে লভ্যাংশ অনুমোদন
০৫ জুলাই ২০২৩, ০৯:০০ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০১ এএম

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে। বুধবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে ভার্চুয়ালি এ সভা হয়। সভায় ডিজিটাল শেয়ারহোল্ডারদের সর্বসম্মত ভোটে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০২২ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। এতে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির সভাপতিত্ব করেন। অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ, পরিষদের পরিচালক জোসনা আরা কাশেম, রেহানা রহমান, মো. আকিকুর রহমান, ম. মনিরুজ জামান খান (প্রতিনিধি পরিচালক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড), আঞ্জুমান আরা সাহিদ (প্রতিনিধি পরিচালক, সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন (প্রা.) লিমিটেড), স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আরও যোগ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব এ কে এম নাজমুল হায়দার। সভায় ব্যাংকের উদ্যোক্তারাসহ শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।
এতে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ২০২২ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের ওপর আলোকপাত করেন। তিনি ব্যাংক থেকে গৃহীত ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশল উপস্থাপন করেন। সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের ওপর আলোকপাত করা হয়। এ সময় জানানো হয়, ব্যাংক ২০২২ সালে ১,০৪২.৯৯ কোটি টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ৩৭,১১৪.৩৪ কোটি টাকা, মোট সম্পদের পরিমাণ ৪৯,৩০৯.২৮ কোটি টাকা, শেয়ার প্রতি আয় ১.৪২ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৪.৮৭ টাকা (সম্মিলিত)।
২০২২ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ৯.০২ গুন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪,১১২.৬৫ কোটি টাকায়। আরও জানানো হয়, ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করছে। ২০২২ সালে ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৪০.৭০% এবং কর্মচারী প্রতি মুনাফা অর্জিত হয় ৬১ লাখ টাকা, শাখা প্রতি মুনাফা অর্জিত হয় ১.৪০ কোটি টাকা।
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ২০২২ সালের ৩১ ডিসেম্বরের নিরীক্ষিত আর্থিক বিবরণীর এবং ২০২৩ সালের ৩১ মার্চের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘ মেয়াদের জন্য এএ (ডবল এ) এবং স্বল্প মেয়াদের জন্য এসটি-২ ঘোষণা করেছে। বক্তৃতায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালক এবং শেয়ারহোল্ডারদের প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফাবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি

হেফাজত ইসলামের সমাবেশে শাপলা চত্বরে গণহত্যার তদন্ত কমিটি গঠন হলো না কেন?

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাক চাপায় এক শিশু নিহত

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে—জানা যাবে রবিবার

কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিলে কঠিন হুঁশিয়ারি হেফাজতের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ৮

এবার উটের দুধের ব্যবসা করবেন মিষ্টি জান্নাত

নারী কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী: ডা. শফিকুর রহমান

বিমানের বিশেষ সুবিধা নিলেন না খালেদা জিয়া, মানবিকতার নজির

বৈষম্য নিরসনে সচিবালয়ে ছাত্রদের স্মারকলিপি

হেফাজতের সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

মঞ্চে হেফাজতে ইসলামের নেতারা, সোহরাওয়ার্দীতে ঢল নেমেছে লক্ষ জনতার

সাভার ও আশুলিয়ার মহাসড়কে অটোরিকশার দাপট, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

জাতিসংঘ ‘মানবিক করিডোর’র উদ্যোগ নিলে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে

পাঁচ মে মাঠে গড়াচ্ছে সেলিব্রেটি চ্যাম্পিয়ন্স ট্রফি–২০২৫

মতলবে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের কূপ খনন

নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করলেন এলাকাবাসী

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা: শহিদুল ইসলাম

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে বাগদাদ, তৃতীয় ঢাকা