রোহিঙ্গা সঙ্কট কাটাতে ৭০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
২৯ মে ২০২৪, ০৫:৩৯ পিএম | আপডেট: ২৯ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৭০০ মিলিয়ন বা ৭০ কোটি ডলার সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। মৌলিক সেবা দেয়া এবং দুর্যোগ ও সামাজিক সহিষ্ণুতা তৈরিতে দুটি প্রকল্পের আওতায় এ অনুদান অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ এবং ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, আমরা প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সরকারের উদারতাকে বিশেষভাবে প্রশংসা করি। আমরা স্থানীয় আশ্রয়দাতা গোষ্ঠীর ওপর ব্যাপক চাপের বিষয়টিও উপলব্ধি করি। এ সঙ্কট এরই মধ্যে ৭ বছরে পা দিয়েছে এবং তাদের স্বল্পমেয়াদি ও জরুরি চাহিদা মেটানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই সমাধান অত্যাবশ্যক হয়ে পড়েছে। আমরা জটিল এ সঙ্কট কাটাতে এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সরকারকে সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ।
এ সঙ্কট পদার্পণের সপ্তম বছরে ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটি ডলারের ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিজ ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন (আইএসও)’ প্রকল্প এবং ৩৫ কোটি ডলারের ‘হোস্ট অ্যান্ড রোহিঙ্গা এনহান্সমেন্ট অব লাইভস (হেল্প)’ প্রকল্প দুটি বাংলাদেশি আশ্রয়দাতা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা করবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বিশ্বব্যাংকের ‘আইডিএ-২০ উইন্ডো ফর হোস্ট কমিউনিটিজ অ্যান্ড রিফিউজিস’-এর আওতায় এ অর্থায়ন করা হবে। জানা গেছে, ৭০ কোটি ডলারের পুরোটাই অনুদান। ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিজ ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন’ প্রকল্পটি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর অন্তত ৯ লাখ ৮০ হাজার মানুষের জীবিকা ও অপরিহার্য প্রাথমিক স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং জেন্ডার সহিংসতা মোকাবিলা ও প্রতিরোধ সেবার জন্য বিনিয়োগ করবে। এটি ১২ বছরের কম বয়সী ৩ লাখ রোহিঙ্গা শিশুকে শিক্ষাসহ মানব পুঁজি উন্নয়নে সহায়তা করবে।
আইএসও প্রকল্পের টাস্ক টিম লিডার এস আমের আহমেদ বলেন, বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুতির যে সঙ্কট মোকাবিলা করছে, সেটি আশ্রয়দাতা জনগোষ্ঠী হোক, আর বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীই হোক, শেষ পর্যন্ত মানুষকে সহায়তার চ্যালেঞ্জ। আইএসও প্রকল্প অস্থায়ী কাজ, প্রশিক্ষণ, শিক্ষা, শিশু সুরক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা ও প্রতিরোধ সেবা দেয়ায় বিনিয়োগ করতে, সুরক্ষা দিতে এবং মানব পুঁজি ব্যবহার করতে উভয় জনগোষ্ঠীর ঝুঁকিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করবে।
বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু এবং তাদের অর্ধেকের বয়স ১৫ বছরের নিচে। দুটি প্রকল্পই নারী, শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর ওপর সঙ্কটের ভিন্ন ধরনের প্রভাবকে বিবেচনায় রেখেছে। জেন্ডারভিত্তিক সহিংসতা, নিরাপদ ব্যবস্থাপনা, জেন্ডার-স্পর্শকাতর ও জলবায়ু সহিষ্ণু স্যানিটেশন ও হাইজিন সুবিধা, নিরাপত্তার জন্য সৌরবিদ্যুতের সড়ক বাতি এবং কমিউনিটিভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার ওপর নারীদের জন্য প্রশিক্ষণসহ নারী ও শিশুদের বিভিন্ন সমস্যা দূর করতে প্রকল্প দুটিতে সুনির্দিষ্ট কার্যক্রম রয়েছে। এ সঙ্কট শুরু হওয়ার পর বিশ্বব্যাংকের ৫৯ কোটি ডলার অনুদান সহায়তা ও সেসব প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা এবং বিশ্বের অন্যান্য জায়গায় জোরপূর্বক বাস্তুচ্যুতির সঙ্কট থেকে বিভিন্ন অভিজ্ঞতা প্রকল্প দুটি কাজে লাগিয়েছে। বিশ্বব্যাংক এরইমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, মৌলিক অবকাঠামো, সামাজিক সুরক্ষা, সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক সুবিধার জন্য সহায়তা দিয়েছে। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সহিংসতার কবলে পড়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে। এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতির সংকটগুলোর মধ্যে একটি।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকায় গ্লোবাল সুইস বিজনেস হাবের উদ্বোধন
মীরসরাইয়ে নগদ টাকাও স্বর্ণালংকারসহ আটক-১
ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমনকে গ্রেফতার
বেনাপোলে শহীদ আব্দুল্লার বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতা অমিত, করলেন কবর জিয়ারত
হামলা-সংঘর্ষের পেছনে কারও ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে : প্রেস সচিব
কাপ্তাই পুলিশের অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
টাকা-সার্টিফিকেট-ল্যাপটপ লুট হয়ে গেছে মোল্লা কলেজের
শত চেষ্টার পরও এড়ানো যায়নি শিক্ষার্থীদের সংঘর্ষ: উপদেষ্টা আসিফ মাহমুদ
বিশ্বের শীর্ষ চার বিমান রিফুয়েলার নির্মাতাদের মধ্যে ইরান
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ কোম্পানিতে রিসিভার নিয়োগের দাবী
তুরিন আফরোজ আমাকে জামায়াতের রোকন বানিয়ে নির্যাতন করেছে: তুরিন আফরোজের মা
'চালচিত্র' সিনেমায় নজরকাড়া লুকে দর্শকদের মন কেড়েছেন অপূর্ব
যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
খুবিকে নতুন প্রজন্মের স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ডুবোচরের কারণে সংকটে ফরিদপুর নদী বন্দর, পন্যবাহী জাহাজ চলাচল বন্ধের শংকা
সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই: তারেক রহমান
লাখ টাকা ঋণ দেয়ার প্রলোভন শাহবাগে লোক জড়োর চেষ্টা
শ্রীমঙ্গলের মামলায় সাবেক কৃষিমন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর
গাজায় তীব্র বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নতুন সংকটে উদ্বাস্তু ফিলিস্তিনিরা
তাইওয়ানের আকাশে চীনা বেলুনের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ