রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ঋণ কেয়ামত পর্যন্তও শোধ হবে না ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম
০৮ জুন ২০২৪, ০৭:০৫ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৪, ০৭:০৭ পিএম
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো সচল রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে যে ঋণ নিচ্ছে তা কেয়ামত পর্যন্ত শোধ করা সম্ভব হবে না। তিনি বলেন, ক্রমাগত লোকসানে থাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ঋণ ২০ বছর ধরে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে হবে, তাদের লাভজনক করতে হবে। লাভজনক হলে সেই লাভ থেকে ঋণ শোধ করতে হবে। আর যদি কন্টিনিউয়াস লস হয়, তারা কীভাবে পরিশোধ করবে?
শনিবার (৮ জুন) সকালে এফডিসিতে ‘অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রস্তাবিত বাজেট নিয়ে ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণ গত এক বছরে ৪২ শতাংশ বেড়ে হয়েছে ৮৫ হাজার ৮৬৯ কোটি টাকা। এছাড়া সরকারের অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে লাভের মুখ দেখতে পারছে না।
এ প্রসঙ্গে ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান আছে, উৎপাদন ক্ষেত্রে যেসব করপোরেশন আছে, যেমন স্টিল ইঞ্জিনিয়ারিং করপোরেশ, সুগার করপোরেশন, কেমিক্যাল করপোরেশন। এসব করপোরেশন সরকারের কাছ থেকে বিরাট অংকের টাকা ধার নিয়েছে। যেহেতু এসব করপোরেশন অদক্ষ, তাদের প্রাইসিং ঠিক নেই, উৎপাদনের ক্ষেত্রে নানান রকমের সমস্যা আছে, সে কারণে এসব প্রতিষ্ঠান লসের সম্মুখীন হচ্ছে। সেই লসটা সরকারের কাছ থেকে তথাকথিত ঋণ নিয়ে পরিশোধ করতে হয়। এই ঋণের মাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে। কেয়ামত পর্যন্ত এই ঋণ পরিশোধ করার কোনো সম্ভবনা দেখছি না।
ডিবেট ফর ডেমোক্রেসি এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও বিপক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
সিনিয়রদের কর্মে জুনিয়ারের শাস্তি!
গুচ্ছ থেকে বের হতে শাবিকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত পদযাত্রায় থাকুন : পিটিআই কর্মীদের উদ্দেশে বুশরা বিবি
তালায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আহত মা
লিভারপুলের বিপক্ষে ভিনিসিউসকে পাচ্ছে না রিয়াল
ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করা হবে বাংলাদেশ খেলাফত আন্দোলন
সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে গণঅধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৩৪জন ডেঙ্গু আক্রান্ত
বগুড়ায় ঢাকা চট্টগ্রাম কোচ টার্মিনালে শান্ত পরিবহনের কাউন্টার বন্ধের জেরে আতংক উদ্বেগ ও অস্থিরতা !
নির্বাচন কমিশন সংস্কারে ১৭ দফা প্রস্তাব বাংলাদেশ লেবার পার্টির
আন্দোলনে যোগ দিতে রোমানিয়া থেকে দেশে আসেন
মমতাকে নিয়ে সিনেমা বানালেন সৃজিত মুখার্জি, রুদ্রনীল বললেন প্রোপাগান্ডা নয়, এগুলো তো ঠাকুমার ঝুলি…’!
আইপিএলে দল পেলেন না রাহানে-উইলিয়ামসন-আগারওয়ালরা
স্ত্রীকে গলাকেটে হত্যা, ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
একুশে টেলিভিশন দখল ছিলো গণমাধ্যমের কন্ঠ রোধের বড় উদাহরণ
এবার নেতানিয়াহুর নাগালে পেলে গ্রেফতারের কথা জানাল ব্রিটিশ সরকার
‘ইমরান খানকে নিয়েই ফিরব’ সরকারকে হুঁশিয়ারি দিলেন বুশরা
মহেশখালীতে সাংবাদিক মাহবু্বের উপর সন্ত্রাসী হামলা -অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী
সাতক্ষীরার আশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
নৌকায় উঠে বিপদে এখন সিলেটে এক শিবির নেতা : গ্রেফতার করলো পুলিশ