৫২ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু
১১ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
অবশেষে দীর্ঘ ৫২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকা শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) ২টার দিকে টিএনজেড গ্রুপের আন্দোলনকারী শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এর আগে, গত শনিবার (৯ নভেম্বর) থেকে আজ দুপুর পর্যন্ত টানা ৫২ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। বেতন না পেলে মহাসড়ক না ছাড়ার ব্যাপারে অনঢ় অবস্থানের কথা জানান তারা। পরে এক মাসের বেতন পরিশোধের প্রতিশ্রুতিতে বেলা ২টার দিকে তারা সড়ক থেকে সরে যান। আগামী রোববার তাদের একমাসের বেতন দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শ্রম সচিব। বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) নাজির আহমেদ।
তিনি জানান, সোমবার ১টার পর শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের উদ্দেশ্যে মোবাইল ফোনে বক্তব্য রাখেন। শ্রম সচিব বলেছেন, সরকার দায়িত্ব নিয়ে আগামী রোববারের মধ্যে ৬ কোটি টাকা অনুদান হিসাবে দেবে। শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কীভাবে, কবে পরিশোধ করা হবে-তা আলোচনার জন্য শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন সচিব। পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধ করে হবে।
তিনি বলেন, এ সময় শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন সচিব। শ্রমিকদের বলা হয়, নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিন, আমরা অপেক্ষায় আছি। এ সময় সেখানে গাজীপুর সদর উপজেলার ইউএনও, সেনাবাহিনী কর্মকর্তা, জিএমম এডিসি, শিল্প পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এদিকে, অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতকারী যাত্রীরা। পাশাপাশি ক্ষুব্ধ চালক, এলাকাবাসী ও সাধারণ মানুষ। বাধ্য পায়ে হেঁটে গন্তব্যে গেছেন অনেক যাত্রী।
টানা ৩ দিন মহাসড়কে অবরোধের ফলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। পায়ে হেঁটে বা বেশি ভাড়া গুনে বিকল্প পথে পৌঁছতে হয়েছে গন্তব্যে। অপরদিকে, গুরুত্বপূর্ণ মহাসড়কটি বন্ধ থাকায় অর্থনৈতিক কর্মকা-ও ব্যাহত হয়েছে।
টানা ৩ দিন মহাসড়কে অবরোধ থাকার ফলে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে জানতে যোগাযোগ করা হয় বিজিএমইএ এর সাবেক একজন সহ-সভাপতি এবং বর্তমান দুই কর্মকর্তার সঙ্গে। তারা কেউই পরিচয় প্রকাশ করে কথা বলতে রাজি হননি। তাদের পরিচয় প্রকাশ করা হবে না নিশ্চয়তা দেওয়ার পর তারা জানান, বাংলাদেশ থেকে দৈনিক ১৩০ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করা হয়। তার মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রায় ৩০ ভাগ রপ্তানি পণ্য পরিবহন করা হয়ে থাকে। অর্থাৎ, মোট রপ্তানির প্রায় ৪০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য এই মহাসড়ক দিয়ে পরিবহন করা হয়।
গত শনিবার থেকে শুরু হওয়া অবরোধের ফলে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে বিকল্প উপায়ে রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছাতে হয়েছে রপ্তানিকারকদের। এতে করে সময় ও খরচ উভয়ই বেশি লেগেছে। তারপরও ধারণা করা হচ্ছে, দৈনিক মোট রপ্তানির চারভাগের এক ভাগ বিঘিœত হয়েছে। অর্থাৎ, দৈনিক প্রায় ১০ মিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসেবে গত ৩ দিনে রপ্তানি বিঘিœত হয়েছে প্রায় ৩০ মিলিয়ন ডলার মূল্যের। এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক শিল্প মালিক বলেন, এই অবরোধের কারণে আশেপাশের দৈনিক গড়ে ১৫ থেকে ২০টি কারখানা ছুটি দিতে হয়েছে। এখনো শিল্প মালিকদের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে। উৎপাদন ব্যাহত হয়েছে। এই ঘাটতি পূরণ করতে হলে ভবিষ্যতে তাদের যেকোনো উপায়ই হোক উৎপাদন বাড়াতে হবে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফল পুন:নিরীক্ষণে ৩৩১ জনের ফল পরিবর্তন
"নাচতে গিয়ে আহত অভিনেত্রী লহমা, নেওয়া হয়েছে হাসপাতালে"
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার স্ত্রীসহ ২১৩ জন আসামি সিলেটে মামলা
তুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা দপ্তরের প্রধান করলেন ট্রাম্প
সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় - বিএনপির শিশু বিষয়ক সম্পাদক
গোদাগাড়ীর মাদ্রাসার ছাত্র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পূণর্ভবা নদীতে ডুবে মৃত্যু
শান্তি আলোচনার জন্য ইউক্রেনে বিশেষ দূত নিয়োগের পরিকল্পনা ট্রাম্পের
এআই ফিচার নিয়ে নজর কাড়ল ভিভো ভি৪০ লাইট
শেখ হাসিনা দেশ থেকে পালায় কিন্তু খালেদা জিয়া পালায় না-গয়েশ্বর চন্দ্র রায়
মণিপুরে পুড়িয়ে মারার আগে ৩ সন্তানের মাকে ভয়াবহ নির্যাতন
সমাজবিধ্বংসী ইসলামবিরোধী এবং খুনীদের সহযোগীকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভূক্ত করে উপদেষ্টা পরিষদকে কলঙ্কিত করা হয়েছে- কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন
ফ্যাসিস্ট হাসিনার আমলে সকল আলেম-ওলামাদের হত্যাকান্ডের বিচার করতে হবে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান
বাবরের দুই রেকর্ডের ম্যাচে পাকিস্তানের হার
ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় রাশিয়া, চীনের প্রশংসায় এরদোগান
ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
ভিয়েতনামে পুরস্কার জিতলো আফসানা মিমির সিনেমা প্রকল্প ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’
শিক্ষার্থীর উপর হামলার জের বিশ্বনাথ ডিগ্রি কলেজে মানববন্ধন
ইউরোপের প্রথম এআই গায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আইন পাসে বাধা, জার্মানির সংসদে বিরোধীতা চরমে
রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের মহাসড়ক অচল করে দেয়ার হুশিয়ারী