টেকসই কৃষি নিয়ে ১০ হাজার চর কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ
২৯ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
চরাঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করছে শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ। সম্প্রতি এই কৃষি উন্নয়ন উদ্যোগের দ্বিতীয় পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে। চরাঞ্চলের কৃষকদের ‘ফার্ম-টু-মার্কেট’ সহায়তা দিয়ে ক্ষমতায়নে কাজ করেছে উদ্যোগটি। ইতোমধ্যে, টেকসই এই কৃষি উদ্ভাবন ৩৬টি চরের প্রায় ১০ হাজার কৃষকের জীবনমান উন্নত করেছে। টেকসই এ পদ্ধতি কৃষকদেরকে উৎপাদন বাড়িয়ে দারিদ্র্য সীমার উপরে উঠতে এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়তা করেছে।
এ উদ্যোগের আওতায়, কৃষকদের জন্য টেকসই কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বাজার সংযোগের সুযোগ তৈরি করা হয়েছে। এই সমন্বিত প্রচেষ্টা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে কৃষি কার্যক্রম ত্বরান্বিত করেছে। পাশাপাশি, কৃষকদের সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে টেকসই উন্নয়নে কৃষির গুরুত্বকে প্রতিফলিত করেছে উদ্যোগটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘বাংলাদেশের চরাঞ্চলগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফ্রেন্ডশিপের সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা কেবল কৃষকদের আয় বাড়াতেই সাহায্য করছি না, বরং খাদ্য নিরাপত্তা ও দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে অবদান রাখছি। কৃষকদেরকে প্রশিক্ষণ, দরকারি উপকরণ ও বাজারের সঙ্গে সরাসরি সংযোগ তৈরিতে কাজ করছি। এতে তারা বাধা পেরিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবেন। ইতিবাচক ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার জন্য এ ধরণের উদ্যোগ খুবই কার্যকরী।‘
ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান বলেন, ‘এই উদ্যোগই প্রমাণ করে যে, প্রান্তিক জনগোষ্ঠীর সংকট সমাধানে এ ধরণের সম্মিলিত উদ্যোগ কতটা কার্যকর হতে পারে। কৃষকদের উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বাজার সুযোগ প্রদান করে আমরা কেবল খাদ্য উৎপাদন বাড়াচ্ছি না, বরং জলবায়ু চ্যালেঞ্জের মধ্যে তাদের টিকে থাকার ক্ষমতাও বাড়িয়ে তুলছি। আমরা জীবন রক্ষার্থে ও সক্ষমতা বাড়াতে কাজ করছি। আমরা এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই যেখানে কেউ পিছিয়ে থাকবে না।‘
এ উদ্যোগের একাধিক পর্যায়ে কৃষি চক্রের পুরোটা জুড়ে সহায়তা দেওয়া হয়েছে। জলবায়ু ও লবণাক্ততা সহিষ্ণু বীজ, সার, কীটনাশকসহ কৃষকদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। কৃষি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও, বাজার সংযোগ উদ্যোগের মাধ্যমে কৃষকরা কাজের সুযোগ বাড়াতে ও বৃহৎ পরিসরে কৃষিপণ্য বিক্রি করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি, সৌর-চালিত পাম্প ও ফসল শুকানোর প্রযুক্তি গ্রহণ করেছেন কৃষকেরা। ফলে কোনোরকমে জীবনধারণের কৃষি এখন আত্মনির্ভরশীল কৃষিতে পরিণত হয়েছে। তাছাড়া, গুচ্ছগ্রাম নির্মাণের মতো অবকাঠামোগত উন্নয়ন প্রতিকূল আবহাওয়া প্রতিরোধের পাশাপাশি কৃষিকাজকে বাধামুক্ত করেছে।
এ উদ্যোগে পশুসম্পদ ব্যবস্থাপনাকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে গবাদি পশুর টিকাদান, ডি-ওয়ার্মিং, কৃত্রিম প্রজনন ও উন্নত জাতের গবাদি পশু ও পোল্ট্রি সরবরাহ। এই সমন্বিত পদ্ধতি কৃষকদের আয়ের উৎসে বৈচিত্র্য এনেছে যা কৃষক সমাজের সক্ষমতা বাড়াতে সহায়তা করেছে।
গত ১২০ বছর ধরে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যবসা ও উন্নয়নকে এগিয়ে নিতে সমাজে বিনিয়োগ, সেবামূলক কর্মকান্ড ও নতুন সম্ভাবনা তৈরি করে যাচ্ছে। ২০২৪ সালে ব্যাংকটি ২৯টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে, যা বাংলাদেশের ক্রমাগত উন্নতির পথে তাদের অবিচল প্রতিশ্রুতির স্বাক্ষর বহন করে।
ফ্রেন্ডশিপ একটি আন্তর্জাতিক সামাজিক সংগঠন, যা গত ২২ বছর ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করছে। জীবন রক্ষা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু অভিযোজন ও ক্ষমতায়ন—এই চারটি অঙ্গীকার নিয়ে ফ্রেন্ডশিপ বাংলাদেশের মানুষের জীবন ও সমাজে অবদান রেখে চলেছে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
শরীয়তপুরে শ্যালকের হাতে দুলাভাই খুন
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
খালেদা জিয়ার ৪ চিকিৎসক ঢাকায় ফিরেছেন
ভোলা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পানি সম্পদ সচিব
পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ, হুঁশিয়ারি ইরানের
সিরাজগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
২২ বছর পর বাবার দেখা পেলেন দুই মেয়ে
জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা
মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা
আসছে ইব্রাহিম-খুশির 'নাদানিয়ান; সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দিয়েছে : আফরোজা খান রিতা
মুসলমানদের বিভিন্ন দলে ভাগ করার চক্রান্ত চলছে: ধর্ম উপদেষ্টা
লাইফ সাপোর্টে পথ শিশু রোমান পাশে নেই জন্মদাতা পিতা!
মতলবের মেঘনায় মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন। উচ্চ পর্যায়ের তদন্ত টিমের পরিদর্শন
বরাদ্দকৃত শ্রেণিকক্ষের দাবিতে ইবির ফিজিক্যাল এডুকেশন বিভাগের মানববন্ধন
নাটোরে বিদ্যুৎপিস্ট হয়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু
বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পড়েছে: সংস্কৃতি উপদেষ্টা
১৬ দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি
'নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধান সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়'