বড় দুই কোম্পানিকে ছাড়াই সিগারেট উৎপাদনকারীদের নতুন সংগঠন
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম

বড় দুই কোম্পানিকে ছাড়াই সিগারেট উৎপাদনকারীদের নতুন সংগঠন হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে পাঠানো আলাদা চিঠিতে তামাক খাতের শীর্ষ দুই কোম্পানি এ উদ্বেগ প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়, অংশীজনের মতামত উপেক্ষা করে গত ডিসেম্বরে তৎকালীন বাণিজ্য সচিব ন্যাশনাল সিগারেট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (এনসিএমএ) নামে একটি সংগঠনের অনুমোদন দিয়েছেন। এটি দেশের ব্যবসার ও বৈদেশিক বিনিয়োগের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোম্পানি থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ১২টি সদস্য কোম্পানিকে নিয়ে ২০০১ সালে বাংলাদেশ সিগারেট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) গঠন করা হয়। তবে করোনার প্রভাবে স্থানীয় অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়াসহ নানা কারণে সংগঠনের কার্যক্রম ব্যাহত হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনটির লাইসেন্স বাতিল করে। এরপর স্থানীয় সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বৈষম্যমূলকভাবে তাদের নিজস্ব একটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। বিএটি বাংলাদেশ ও জেটিআই এই সংগঠনের সদস্য হওয়ার আগ্রহ পোষণ করলেও এতে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের এ সম্পর্কিত শুনানিতেও তাদেরকে যথাযথ সময়ে ডাকা হয়নি।
বিএটি ও জেটিআর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী খাতে উল্লেখযোগ্য অবদান রাখা দুই প্রতিষ্ঠানকে উপেক্ষা করে গত বছরের ২ ডিসেম্বর এ সম্পর্কিত শুনানি সভা হয়। যার ধারাবাহিকতায় প্রাক্তন বাণিজ্য সচিব তড়িঘড়ি করে বড় দুই কোম্পানির সঙ্গে আলোচনা না করেই এনসিএমএর টিও লাইসেন্সের আবেদন অনুমোদন করেন।
চিঠিতে বলা হয়, ’বিএটি বাংলাদেশ এবং জেটিআই সম্মিলিতভাবে দেশের সিগারেট খাতের প্রায় ৯৫ শতাংশ রাজস্ব প্রদান করে। সুতরাং আমাদেরকে বাদ দিয়ে এই খাতভিত্তিক কোনো সংগঠন হলে তা ‘বাণিজ্য সংগঠন আইন- ২০২২' পরিপন্থী। এই খাত থেকে সম্মিলিতভাবে আমরা বিগত বছরে প্রায় ২০ কোটি ডলার ডলারেরও বেশি তামাক পাতা রপ্তানি করেছি। আগামীতেও আমাদের সবার একযোগে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সিগারেট খাতে কেবল একটি সংগঠনই যথেষ্ট ও যুগোপযোগী হবে বলে আমরা মনে করি।’
বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সম্মিলিত সংগঠন তৈরির লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএটি ও জেটিআই।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

পিরোজপুরে দুর্নীতির অভিযোগে গ্রেফতার ৫

বেড়িবাঁধ সংস্কারে উচ্ছেদ আতঙ্ক, পুনর্বাসন দাবি ভূমিহীনদের

বিনামূল্যে চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

'বরবাদ' দেখতে সিনেমা হলে জাতীয় দলের ক্রিকেটাররা

সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতা আটক

আওয়ামী লীগের নেতৃত্বে থাকছে না হাসিনা! গুঞ্জন নাকি সত্যি?

হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতামূলক র্যালি

৪ দিন ভারি বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা

নাচোলে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জিনপিংয়ের বৈঠক, ৩০টিরও বেশি চুক্তি সই

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, সমালোচনা ও নিন্দার ঝড়

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

আগারগাঁও ও উত্তরায় প্রায় ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধাতা জনজীবনে দুর্ভোগ

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা