আরাভ খানের আলাদিনের চেরাগের নেপথ্যে কারা?
১৮ মার্চ ২০২৩, ০৭:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম

গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হিরন ইউনিয়নের আশুতিয়া গ্রামের দরিদ্র ভাঙারি ব্যবসায়ী মতিউর রহমানের কনিষ্ঠ পুত্র রবিউল ইসলাম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকের একটি অভিজাত স্বর্ণের দোকান আরাভ জুয়েলার্সের মালিক। ২০১৮ সালে ঢাকায় একজন পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় অভিযুক্ত রবিউলের বেশকিছু ছদ্মনাম থাকলেও বর্তমানে সে আরাভ খান নামেই সমধিক পরিচিতি লাভ করেছে। রহস্যজনকভাবে অস্বাভাবিক অর্থ-বিত্তের মালিক বনে যাওয়া সুদর্শন যুবক আরাভ খান পুলিশ হত্যা মামলার ওয়ারেন্ট নিয়ে দুবাইয়ে পালিয়ে থাকার তথ্য জানার পরও বাংলাদেশ ক্রিকেট দলের ধ্রুবতারকা, বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দেশের শোবিজ জগতের বেশ কয়েকজন তারকা শিল্পীও আরাভ খানের গোল্ড স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে উড়ে গিয়ে উপস্থিত হন। একজন হত্যা মামলার আসামির হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া এবং অপকর্মের তথ্য জানার পরও তার দোকান উদ্বোধন করতে ক্রিকেটের ব্যস্ত সময়ে সাকিব আল হাসানের দুবাইয়ে উড়ে যাওয়ার খবর ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং মূল ধারার গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়ে আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। খবরে জানা যায়, পুলিশ হত্যাসহ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও আরাভ খান সম্প্রতি গোপনে ঢাকায় ঘুরে গেছেন। আরাভের হাজার কোটি টাকার আলাদিনের চেরাগ এবং পুলিশ হত্যাসহ ৯ মামলায় ওয়ারেন্ট জারির পরও গ্রেফতার না হওয়ায় তার অর্থ ও ক্ষমতার পেছনে সরকার ও প্রশাসনের রাঘব বোয়ালদের যোগসূত্র থাকতে পারে বলে জোরালো সন্দেহ তৈরি হয়েছে।
গত দেড় দশকে দেশ থেকে নানাভাবে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে। প্রথাগত বাণিজ্যিক পদ্ধতিতে এক শ্রেণির ব্যবসায়ী-আমলা ও রাজনীতিক বেশিরভাগ অর্থ পাচার করেছেন। সেই সাথে নামে-বেনামে নানা ধরনের অপরাধ, হত্যাকা-, চাঁদাবাজি, দখলবাজি, ব্যাংক জালিয়াতি ও মাদক সিন্ডিকেট সদস্যও শত শত কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছে। তাদের অনেকেই প্রথমে ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে পাসপোর্ট-ভিসাসহ বৈধ কাগজপত্র বানিয়ে মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমা বিশ্বে আড়ম্বরপূর্ণ জীবন বেছে নিতে দেখা গেছে। রবিউল ভারতে পালিয়ে গিয়ে কলকাতায় মিথ্যা নাম-পরিচয়ে বাড়ি ভাড়া করে, মোটা টাকা খরচ করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দুবাই গিয়েছিল বলে জানা যায়। সাড়ে চার বছর আগে বনানীতে নিজ অফিসে পুলিশ পরিদর্শক এমরান খানকে হত্যা ও গাজীপুরে নিয়ে লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম এখন দুবাইয়ের প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসাসহ শত শত কোটি টাকার সম্পদের মালিক। তার দাওয়াতে দেশের ক্রিকেট ও শোবিজ তারকাদের সেখানে গিয়ে চমক সৃষ্টি আমাদের চলমান সমাজ বাস্তবতার একটি কদাকার দিককেই উন্মোচিত করেছে। আরাভের চেয়ে বড় দাগী ও হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে যাওয়া দাগী আসামি আরো অনেক আছে। তারাও প্রভাবশালী মহলের শেল্টার ও সহায়তায় বিদেশে পালিয়ে সহজে পার পেয়ে যাচ্ছে।
আরাভ খানের মতো আলাদিনের চেরাগ পাওয়া ব্যক্তিদের নেপথ্যে রাজনৈতিক প্রভাবশালীদের বিনিয়োগ ও যোগসাজশ থাকতে পারে। সরকারের সাথে সংশ্লিষ্ট প্রভাবশালীদের যোগসূত্র ছাড়া কোনো আরাভ খান সৃষ্টি হওয়া সম্ভব নয়। আবার তাদের দোকান উদ্বোধনে তারকাদের উপস্থিতিও অসম্ভব। তার চেয়েও গুরুতর বিষয় হচ্ছে, আরাভ খান ওরফে রবিউলের নামে জনৈক লিমনের আদালতে হাজির হয়ে সাজা খাটার ঘটনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মধ্য দিয়ে রহস্যের জাল ছিন্ন করতে হবে। আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি উপযুক্ত তদন্তের মাধ্যমে নেপথ্যের ব্যক্তিদেরও খুঁজে বের করতে হবে। হত্যাসহ ৯টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও বিমানবন্দর ব্যবহার করে দুবাই থেকে ঢাকায় ঘুরে যাওয়ার পেছনে প্রভাবশালী মহলের হাত থাকা অস্বাভাবিক নয়। তাদেরকে খুঁজে বের করা আমাদের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য খুব কঠিন কাজও নয়। পুলিশ হত্যার বিচার, সম্পদ পাচার এবং আইনের শাসনের স্বার্থেই আরাভ খান ও তার সহযোগিতাকারীদের বিচার নিশ্চিত করা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই ভেসে বেড়াচ্ছে। আরাভ খানের হাজার কোটি টাকার সম্পদ ও বিনিয়োগের সাথে কথিত প্রভাবশালী মহলের নেপথ্য যোগসাজশের অভিযোগের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এর জন্য প্রয়োজন সরকারের সংশ্লিষ্টদের পেশাদারিত্ব ও রাজনৈতিক সদিচ্ছা।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজায় যুদ্ধ আরও বিস্তৃত করতে লাখো রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মাঠে নেমেছে এনসিপির, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

সাবেক মন্ত্রী-এমপি-মেয়র সহ যারা হলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটে হামলা ঘটনা মামলার আসামী

হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই

রাস্তায় যানজট সৃষ্টির দায়ে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এবি পার্টির শোক প্রকাশ

২০২৫ অর্থবছরের ২য় প্রান্তিকে ভিসা’র ৯ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন

গাজীপুরে মসজিদের খতিব হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সমাবেশ

কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড, জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার- ড. মোশাররফ

মিজানুর রহমান সোহেলের ‘জিরো টাকায় বিজনেস’ বইয়ের প্রি-অর্ডার শুরু

মাকে নিয়ে তারকা মেহজাবীনের সাথে ফাইভ স্টারে ডিনারের সুযোগ বিকাশ-এ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের মাদ্রাসা সুপারের মৃত্যু

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

বীভৎস অবতারে ধরা দিলেন মোশাররফ করিম

চট্টগ্রাম ‘ফিটনেস সাগা’ উদ্বোধন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

আওয়ামী লীগ ঘাতক ও সন্ত্রাসী দল