বন্ধ হোক হাইড্রোলিক হর্ন
০৪ মে ২০২৩, ০৭:৫৪ পিএম | আপডেট: ০৫ মে ২০২৩, ১২:০১ এএম

পরিবেশ দূষণের অন্যতম কারণগুলির মধ্যে শব্দদূষণ একটি। ঢাকা শহরের শব্দদূষণ যে পর্যায়ে পৌঁছেছে তা খুবই আশংকাজনক। শব্দ দূষণকে বলা হয় নীরব ঘাতক। আর ঢাকা শহরের শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গাড়ির হর্ন, নির্মাণকাজ, মাইকের ব্যবহার, শিল্পকারখানাÑ কোনো ক্ষেত্রেই শব্দ দূষণ বিষয়ে যেসব নিয়ম রয়েছে তা মানা হচ্ছে না। মানুষ সাধারণত একটা নির্দিষ্ট সীমার শব্দ শুনতে পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাধারণত ৬০ ডেসিবেল শব্দ একজন মানুষকে সাময়িকভাবে বধির করতে পারে এবং ১০০ ডেসিবেল শব্দ সম্পূর্ণ বধিরতা সৃষ্টি করতে পারে। বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় রাত নটা থেকে ভোর ছটা পর্যন্ত শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল এবং দিনের অন্য সময়ে ৫৫ ডেসিবেল অতিক্রম করতে পারবে না। বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে ৬০ ও ৭০ ডেসিবেল। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতের আশপাশে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা রয়েছে। সেখানে রাতে ৪০ ও দিনে ৫০ ডেসিবেল শব্দ মাত্রা নির্ধারণ করে দেয়া আছে। কিন্তু আদৌ কি আমরা তা অনুসরণ করছি? ইদানিং দেখা যাচ্ছে, শহর-গ্রামে হোন্ডা বা বাইকের ব্যবহার বেড়েছে। অন্যদিকে দিন নেই, রাত নেই, রাস্তায় বিকট শব্দে বাইকে ছুটিয়ে মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছে এক শ্রেণির কিশোর-তরুণ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, শো-রুম থেকে বাইক কিনে নিয়ে আসার পর আসল সাইলেন্সার খুলে বিকট শব্দ হবে এমন সাইলেন্সার লাগিয়ে নেওয়া হচ্ছে। তারা একটুও ভাবছে না যে, বাইকের সাইলেন্সারের বিকট আওয়াজের জেরে চিরকালের মত শোনার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে মানুষ। গবেষণায় দেখা যাচ্ছে, সেই আওয়াজের নেশায় অনেকেই সাইলেন্সার কেটে ভিতর থেকে শব্দ নিয়ন্ত্রক যন্ত্রটি বের করে নিচ্ছে। ফলে বাইক স্টার্ট করা মাত্র বিকট আওয়াজ হচ্ছে। এভাবেই বাইক নিয়ে শহরের রাস্তা দাপাচ্ছে কেউ কেউ। রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা সেই আওয়াজে তটস্থ। আবার অনেকে আওয়াজ সহ্য করতে না পেরে হাত দিয়ে কান চেপে ধরছেন। অন্যদিকে ট্রাকের হর্নেও নাকাল নগরবাসী। হাইড্রোলিক শব্দ (হর্ন) বুকে কাঁপুনি দিয়ে ওঠে অধিকাংশের। কিছু চালকের কাছে অকারণে হর্ন বাজানোর নেশায় পরিণত হয়েছে। তাছাড়া বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিংয়ের জন্যও হাইড্রোলিক হর্ন যথেচ্ছাচার ব্যবহার করা হয়। শব্দ দূষণরোধের আইন থাকলেও এর ব্যবহার চোখে পড়ে না। এক গবেষণায় দেখা গেছে, শব্দ দূষণের কারণে শহর থেকে উপশহরে মানুষ বধিরতা, হার্ট অ্যাটাকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন। বিশেষ করে, শিশুদের মারাত্মক ক্ষতি হয়। তিন বছরের কম বয়সী কোনো শিশুর কাছাকাছি যদি ১০০ ডেসিবেল শব্দের হর্ন বাজে, তবে শিশুটি শ্রবণশক্তি হারাতে পারে। উচ্চ শব্দের শারীরিক অন্যান্য প্রভাবের মধ্যে রয়েছে পেশী শক্ত হয়ে যাওয়া, রক্তনালীর সংকোচন, হৃদস্পন্দন বৃদ্ধি। শব্দ দূষণ ঘুম নষ্ট করে। যদি কেউ হালকা ঘুমান, তবে শব্দ তার জন্য আরও বেশি বিপজ্জনক হতে পারে। অথচ, একটু সচেতনতা অবলম্বন করলেই এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা যদি নিজেদের সম্পর্কে একটু সচেতন হই, তাহলে আমরা ভুক্তভোগী হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারি; অপ্রয়োজনে অস্বাভাবিকভাবে গাড়ির চালানোর সময় হর্ন বাজাবো না। হোন্ডার সাইলেন্সর কিংবা যানবাহনে হাইড্রোলিক হর্ন লাগাবো না। ট্রাফিক আইন মেনে চলব। ট্রাফিক পুলিশের নজরদারি জোরদার করব। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করব। পরিবেশ বিষয়ক সংস্থাগুলোকে এই ব্যাপারে সচেতনতামূলক ব্যাপক কর্মসূচী হাতে নিতে হবে।
মো. আরফাতুর রহমান (শাওন)
শিক্ষক, মিল্লাত উচ্চ বিদ্যালয়, বংশাল, ঢাকা।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

খালেদা জিয়ার আগমনী অভ্যর্থনায় অংশগ্রহণকারীগণকে ধন্যবাদ: বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন

বছর জুড়ে শিশুর টিকার সংকট, অভিভাবদের দুশ্চিন্তা

গাজায় ইসরাইলি হামলা চলছেই, যুদ্ধবিরতি ‘অর্থহীন’ জানালো হামাস

নরসিংদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কমিশনারের মরদেহ উত্তোলন

চিকিৎসাধীন মাকে দেখতে আজই হাসপাতালে যাচ্ছেন ডা. জোবাইদা

হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া

বহুল আলোচিত তালার ইউএনওকে রংপুরে বদলি

সালথায় আমগাছে ঝুলছিল যুবকের ঝুলন্ত লাশ

পঞ্চগড়ে সাবেক ডিসি-এসপি ও এমপি-মন্ত্রীর নামে হত্যা মামলা

চার খাতে এডিবির কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত, আহত-১

ঈদুল আজহায় ছুটি ১০ দিন : প্রেস সচিব

ইরান-ভারত-পাকিস্তান কূটনীতি, উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার পথে আব্বাস আরাগচি

এটিএম আজহারের আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

উপদেষ্টা পরিষদের সভায় বসেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মেট গালায় কিয়ারার ঐতিহাসিক মূহুর্ত উদযাপন;গ্লো ছড়িয়েছে বেবিবাম্প

সেই বাবুর্চির হাতে খালেদা জিয়া-দুই পুত্রবধূর জন্য বিশেষ রান্না

পুলিৎজার জিতলেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা, গাজার রক্তাক্ত গল্পে বিশ্বজয়

বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটির আত্মপ্রকাশ