অভিশপ্ত ও পথভ্রষ্ট সম্প্রদায় কারা?

Daily Inqilab এ. কে. এম ফজলুর রহমান মুনশী

২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

(পূর্বপ্রকাশিতের পর)

একমাত্র আল্লাহপাকের নিকট থেকে যে পথ ও বিধি বিধান পাওয়া যাবে, তাই মানুষের জন্য সঠিকপথ, সরল পথ। এতদপ্রসঙ্গে মহান আল্লাহপাক আল কুরআনে ঘোষণা করেছেন: ‘প্রকৃত সত্য-সঠিক, সহজ-সরল পথ প্রদর্শন করার দায়িত্ব আল্লাহতায়ালার উপর ন্যস্ত। যদিও অনেক বাঁকা পথও রয়েছে। আর আল্লাহতায়ালা চাইলে তিনি সকল মানুষকেই হেদায়েতের পথে পরিচালিত করতেন।’ (সূরা আন নাহল : আয়াত ৯)।

কোনো কোনো মুফাসসির সিরাতে মুস্তাকীমের অর্থ করেছেন, ইসলাম। কেননা, আল্লাহর নিকট পছন্দনীয় দ্বীন হলো ইসলাম। কারো কারো মতে, সিরাতে মুস্তাকীমের তাফসীর হলো, কুরআন। [আত্তাফসীরূস সহীহ]

বস্তুতঃ আল্লাহ পাকের প্রদত্ত বিশ্বজনীন দ্বীনের অন্তর্নিহিত প্রকৃতরূপ সিরাতুল মুস্তাকীম শব্দ হতে ফুটে উঠেছে। আল্লাহ তায়ালার দাসত্বকে কবুল করে তারই প্রদত্ত বিধান অনুসারে জীবন যাপন করার পথই হচ্ছে ‘সিরাতুল মুস্তাকীম’ এবং একমাত্র এই পথে চলার মাধ্যমেই মানুষ আল্লাহর নেয়ামত ও সন্তোষ লাভ করতে পারে। সুতরাং, সেই একমাত্র পথই মানব জীবনের প্রকৃত ও চূড়ান্ত সাফল্যের জন্য একান্ত অপরিহার্য। তাই, সেই একমাত্র পথে চলার তাওফীক প্রার্থনা করার শিক্ষা দেয়া হয়েছে সূরা আল-ফাতিহার ৬নং আয়াতটিতে। ইহুদি ও নাসারাদের মধ্যে এই শিক্ষার বড় অভাব পরিলক্ষিত হয়। এ কারণেই মহান আল্লাহ তায়ালা ইহুদিদের অভিশপ্ত জাতি এবং নাসারাদের পথহারা ও পথভ্রষ্ট জাতি বলে আখ্যায়িত করেছেন।

এই পৃথিবীর মানুষ তিনটি শ্রেণিতে বিভক্ত। প্রথম শ্রেণি হচ্ছে তারা, যাদের আল্লাহতায়ালা নেয়ামত দান করেছেন। তিনি যাদের নেয়ামত দান করেছেন, তারা হলেন আম্বিয়া, সিদ্দীক, শহীদ ও সালেহীন। আল-কুরআনের সূরা আন্-নিসায় তাঁদের পরিচিতি তুলে ধরা হয়েছে। ইরশাদ হয়েছে : ‘যা করতে তাদের উপদেশ দেয়া হয়েছিল তারা তা করলে তাদের ভালো হত এবং অন্তর স্থিরতায় তারা দৃঢ়তর হত। এবং তখন আমি আমার নিকট হতে তাদের অবশ্যই মহাপুরস্কার প্রদান করতাম এবং তাদের নিশ্চয় সঠিক সরল পথে পরিচালিত করতাম। আর কেউ আল্লাহ ও রাসূলের আনুগত্য করলে সে নবী, সত্যনিষ্ঠ শহীদ ও সৎকর্মপরায়ণ (যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন) তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী। এগুলো আল্লাহর অনুগ্রহ। সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট।’ (সূরা আন্ নিসা: আয়াত ৬৬-৭০)। এ আয়াত থেকে সঠিক ও সুদৃঢ় জীবন পথ যে কোনটি আর আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত লোকগণ যে কোন পথে চলেছেন ও সে পথে চলে আল্লাহর অনুগ্রহ লাভ করার অধিকারী হয়েছেন, তা সুস্পষ্ট ও বিস্তারিতভাবে জানা যায়। তাদের পরিচয় আল্লাহতায়ালা নিজেই প্রদান করেছেন। তারা হলো নবীগণ, সিদ্দীকগণ, শহীদ ও সালেহীনগণ।

আল্লাহর নিকট হতে যে পথ নাযিল হয়েছে, যা অনুসরণ করলে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়, তা’ কোন নতুন পথ নয়। বরং তা অতিশয় আদিম ও চিরন্তন পথ। মানুষের এই কল্যাণের পথ অত্যন্ত পুরাতন, যতখানি পুরাতন স্বয়ং মানুষ। প্রথম মানুষ হযরত আদম (আ.) হতেই এটা মানুষের সম্মুখে পেশ করা হয়েছে। অসংখ্য আম্বিয়া এ পথ প্রচার করেছেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে সিদ্দীক বা সত্যনিষ্ঠ বান্দাহগণ মনে প্রাণে তাদের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়িত করেছেন এবং অন্যদের এ দীক্ষায় দীক্ষিত করে তুলেছেন। এ শিক্ষার প্রেরণাকে অন্তরে দৃঢ়তর করেই বহু লোক এ পথে তাদের জীবনকে উৎসর্গ করেছেন এবং শহীদ হিসেবে চিরজীবিত মর্যাদায় বিভূষিত হয়েছে। আর এই দৃঢ়পথেই অবিরত সৎকর্মে নিয়োজিত রয়েছেন সালেহীনগণ। আল্লাহপাকের দেয়া নেয়ামতরাজি তারা দুনিয়ার জীবনেও লাভ করেছেন এবং আখেরাতের জন্যও অসংখ্য নেয়ামত তাদের জন্য নির্ধারিত রয়েছে। তারা ইহুদিদের মত অভিশপ্ত ও অভিশাপগ্রস্ত নয়। কারণ, ইহুদিরা তৌরাত গ্রন্থকে বিকৃত করেছে এবং নিজেদের মনগড়া রীতি-নীতি ও বিশ্বাসকে অগ্রাধিকার দেয়ার দৌরাত্ম্য প্রদর্শন করেছে। তাই, তাদের অভিশপ্ত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু তা-ই নয়, তারা পাঁচশত জন নবীকে হত্যা করেছে। তাই তাদের চিরকালের জন্য অভিশাপগ্রস্ত জাতি রূপে চিহ্নিত করা হয়েছে। তারা কোন পথে চলে অভিশপ্ত হয়েছে, তাদের হাল-হকিকত ও চলাফেরা সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া আবশ্যক। আল কুরআনে ঐতিহাসিক জাতি-গোষ্ঠীদের সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে : আর তাদের ওপর অপমান লাঞ্ছনা ও দারিদ্র্যের কশাঘাত হানা হয়েছে এবং তারা আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়েছে।’ (সূরা আল-বাকারাহ : আয়াত ৬১) বস্তুতঃ ইহুদিদের পূর্বাপর কর্মকা- ও হাল-অবস্থা পর্যালোচনা করলে নিঃসন্দেহে বুঝতে পারা যায় যে, এই আয়াতে মাগদুব বা অভিশপ্ত বলতে ইহুদিদের বুঝানো হয়েছে। এ বিষয়ে সমস্ত মুফাসসিরই একমত। বিশ্বনবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) এর হাদীস থেকেও অনুরূপ স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। (এর জন্য দেখুন মোসনাদে আহমাদ : ৫/৩২, ৩৩)

সূরা আল-ফাতিহার ৭নং আয়াতে এই প্রার্থনা করা হয়েছে যে, আমাদের তাদের পথে পরিচালিত করবেন না, যারা পথভ্রষ্ট হয়ে গেছে এবং যারা গোমরাহ হয়ে আল্লাহতায়ালার উপস্থাপিত সহজ, সরল ও সঠিক পথ হতে বিচ্যুত হয়ে পড়েছে। নূর নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) এর হাদীস থেকে এ পথভ্রষ্ট লোকদের পূর্ণ পরিচয় জানতে পারা যায় যে, পৃথিবীর ইতিহাসে নাসারাগণ হচ্ছে আল-কুরআনে উল্লেখিত গোমরাহ ও পথভ্রষ্ট জাতি। [এর জন্য দেখুন, মুসনাদে আহমাদ : ৫/৩২, ৩৩, ৭৭]

সুতরাং, পবিত্র কুরআনুল কারীম দুনিয়ার বর্তমান বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ, একমাত্র ও সর্বশেষ আল্লাহর দেয়া গ্রন্থ। এর ওপর স্থাপিত আদর্শ ও জীবনপথই হচ্ছে বিশ্ব মানবতার একমাত্র স্থায়ী ও কল্যাণের পথ। এর বিপরীত সমস্ত জীবনাদর্র্শকে মিথ্যা সাব্যস্ত করে একমাত্র এরই উপস্থাপিত আদর্শের ভিত্তিতে নিজেদের গঠন করাই সকলের একমাত্র কর্তব্য। এ কর্তব্য পালনে যতবেশী মানুষ আগ্রহী হবে ততই মঙ্গল ও কল্যাণের জোয়ার ধারায় বিশ্ব অভিষিক্ত হয়ে উঠবে। (সমাপ্ত)।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুরানের তিন মিনিটের ম্যাজিকে লিভারপুলকে রুখে দিল অ্যাস্টন ভিলা

দুরানের তিন মিনিটের ম্যাজিকে লিভারপুলকে রুখে দিল অ্যাস্টন ভিলা

ইয়ামাল-রাফিনিয়ার গোলে জয়ের ধারায় বার্সা

ইয়ামাল-রাফিনিয়ার গোলে জয়ের ধারায় বার্সা

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ,গুজরাটের বিদায়

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ,গুজরাটের বিদায়

জর্ডানে যৌথ সামরিক মহড়া

জর্ডানে যৌথ সামরিক মহড়া

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীন-রুশ প্রেসিডেন্টের বিনিময় খুব গুরুত্বপূর্ণ

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীন-রুশ প্রেসিডেন্টের বিনিময় খুব গুরুত্বপূর্ণ

টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন

টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন

মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট

মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট

আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

২৫ দিনেও ধরতে পারেনি সেই ইউপি চেয়ারম্যান-মেম্বার

২৫ দিনেও ধরতে পারেনি সেই ইউপি চেয়ারম্যান-মেম্বার

ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায় প্রবেশপথ হবে বাংলাদেশ-তুরস্ক

ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায় প্রবেশপথ হবে বাংলাদেশ-তুরস্ক

লৌহজংয়ে সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন

লৌহজংয়ে সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন

মোরেলগঞ্জে যুবকের গলায় রশি পেচানো লাশ উদ্ধার

মোরেলগঞ্জে যুবকের গলায় রশি পেচানো লাশ উদ্ধার

ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে

ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক

সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নই এ সরকারের লক্ষ্য

সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নই এ সরকারের লক্ষ্য

ইবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক সমিতির

ইবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক সমিতির

ইন্দুরকানী উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ইন্দুরকানী উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

শোক সংবাদ

শোক সংবাদ

পটিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি

পটিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি