আবহাওয়ার পূর্বাভাস ও তথ্যব্যবস্থাপনা সর্বাধুনিক করতে হবে

Daily Inqilab ইনকিলাব

২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। প্রকৃতি, পরিবেশ, জীবজন্তুÑ সব কিছুই অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন। প্রায় এক মাস ধরে চলছে প্রচন্ড গরম ও খরা-অনাবৃষ্টির দহন। এরকম দুঃসহ প্রাকৃতিক প্রতিকূলতা অতীতে খুব কমই দেখা গেছে। ৭৬ বছর আগে ১৯৪৮ সালে একবার তাপপ্রবাহ চরম রূপ নিয়েছিল। এবার সেই তাপদাহনের রেকর্ড ভঙ্গ হয়েছে। গত শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোদে-গরমে মানুষের বাইরে বের হওয়ার উপায় নেই। ইতোমধ্যে হিটস্ট্রোকে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে। হিটশকে ফল-ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। নদনদী-জলাশয় পানিশূন্য হয়ে পড়েছে। ভূগর্ভস্ত পানির স্তর বহু নিচে নেমে গেছে। ইতোমধ্যে কৃষিতে ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে কেবল ঢাকার শিল্পে উৎপাদনশীলতার ক্ষতি হয়েছে ২ হাজার ৭শ’ কোটি ডলারের। বলা যায়, দাবদাহ অর্থনীতির জন্য ঘাতক রূপে আবির্ভূত হয়েছে। আমরা প্রায়ই বিভিন্ন দেশের দাবানলের খবর শুনি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো হলেই দাবানল সৃষ্টি হয় সেই সব দেশে, যে সব দেশে পাহাড়-জঙ্গলের প্রাচুর্য রয়েছে। আমাদের দেশে কখনো দাবানল হয়নি। কারণ, সে রকম বন-জঙ্গল নেই। তারপরও এবার খবর পাওয়া গেছে, শেরপুরের গারো পাহাড়ে এখন প্রায়ই আগুন লাগছে। আগুনে পুড়ে যাচ্ছে গাছপালা, তৃণলতা এবং প্রাণি ও জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। খবরে উল্লেখ করা হয়েছে, অগ্নি নির্বাপণের প্রয়োজনীয় উপকরণ, ব্যবস্থা ও লোকবল বনবিভাগের নেই। এদিকে অবিলম্বে দৃষ্টি দেয়া উচিত বলে পর্যবেক্ষকরা মনে করেন। তাদের মতে, এ রকম খরা-অনাবৃষ্টি ও দাবদাহ আগামী বছরগুলোতেও দেখা দিতে পারে। অনেকেই বলছেন, এ বারের তাপপ্রাবাহ যা উল্লেখ করা হচ্ছে, প্রকৃত তাপপ্রবাহ তার চেয়ে কয়েক ডিগ্রি বেশি হবে। আবহাওয়া অধিদফতর অধিকাংশ ক্ষেত্রে আবহাওয়ারর সঠিক পূর্বাভাস দিতে পারে না। বান-বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস পর্যালোচনা করলেই সেটা বুঝা যায়।

ইনকিলাবের খবরে বলা হয়েছে, আবহাওয়া অধিফতরের অবস্থা হয়েছে ‘ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সরদারে’র মতো। ফলে আবহাওয়া কেমন যাবে, কবে বৃষ্টিপাত হবে, অনাবৃষ্টি কতদিন স্থায়ী হবে, উজানের বৃষ্টি বা ঢল কবে নাগাদ দেশকে ভাসিয়ে দেবে, সমুদ্রে ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি কীভাবে পরিবর্তিত হচ্ছেÑ এসবের পূর্বাভাস বা তথ্য দেয়া সম্ভবপর হয় না। বিভিন্ন দেশের আবহাওয়া দফতরের ওপর তার নির্ভর করতে হয়। খবরে বলা হয়েছে, আবহাওয়ার এসব পূর্বাভাস দেয়ার জন্য যে ৫টি রাডারের সাহায্য নেয়া হতো, তার সবকটি অকেজো হয়ে থাকলেও কর্তৃপক্ষের তা মেরামত বা প্রতিস্থাপনের যথাযথ তাগিদ পরিলক্ষিত হচ্ছে না। জাইকার সহায়তায় ২টি নষ্ট ও বিকল রাডারের স্থলে নতুন রাডার স্থাপনের প্রকল্প নেয়া হয়েছিল। কিন্তু তার আগেই অন্য ৩টি রাডারও নষ্ট বা বিকল হয়ে যায়। জানা যায়, রাডারের খুচরা যন্ত্রাংশ নাকি আর এখন পাওয়া যায় না। ফলে নতুন রাডার স্থাপন ছাড়া বিকল্প নেই। যখন বিকল্প নেই, তখন নতুন রাডার স্থাপনে বিলম্ব কেন? আবহাওয়ার মতো অতি গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে পূর্বাভাস ও তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট অধিদফতরকে যেমন রাডারসহ অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা প্রয়োজন, তেমনি দক্ষ জনবলও যোগান দেয়া দরকার। উভয় ক্ষেত্রে শোচনীয় অভাব ও ঘাটতি রয়েছে। আবহাওয়ার গতি-প্রকৃতির সঙ্গে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। আবহাওয়া সব সময়ই পরিবর্তনশীল। তবে এখন সেটা রীতিমত সংকটে পরিণত হয়েছে। জীবাশ্ম জ্বালানির অতিরেক ব্যবহার, বৃক্ষনিধন, প্রকৃতি-পরিবেশের অবক্ষয় ইত্যাদি কারণে আবহাওয়ায় উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এটা মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে খরা, অনাবৃষ্টি, বন্যা-জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস ইত্যাদি দুর্যোগ এখন ঘন ঘন হচ্ছে। আবহাওয়া পরিবর্তনজনিত পরিস্থিতির অধিকতর শিকার যেসব দেশ হচ্ছে ও হবে, তার মধ্যে বাংলাদেশ শীর্ষে আছে। বাংলাদেশের মানুষের জন্য, অর্থনীতির জন্য আবহাওয়ার সঠিক পূর্বাভাস ও তথ্য যে কত প্রয়োজন ও জরুরি, সেটা এই প্রেক্ষাপটে সহজেই অনুমান করা যায়।

আমাদের এদিকে নজর নেই। আমরা মহাব্যস্ত মেগা প্রকল্প নিয়ে। মেগা প্রকল্প দিয়ে কী হবে, যদি মানুষ প্রাকৃতিক-দুর্যোগ দুর্বিপাকে প্রতিনিয়ত বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হয়। মেগা প্রকল্পের চেয়ে আবহাওয়া পরিবর্তনজনিত দুর্যোগ ও ক্ষতি থেকে রক্ষা পাওয়া অধিক গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকরা মনে করেন, মেগা প্রকল্প বাদ রেখে এখন আবহাওয়া পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেয়া আবশ্যক। স্বীকার করতেই হচ্ছে, আমাদের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া ব্যবস্থপনার উপর মানুষের আস্থা নেই। এর পূর্বাভাস বা তথ্যে মানুষ কম বিশ্বাস করে। অথচ, উন্নত দেশতো বটেই অনেক অতি সাধারণ দেশের আবহাওয়া পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনাও অনেক উন্নত। তাদের পূর্বাভাস বা তথ্যে কমই ভুল হয়। শুধু এক্ষেত্রেই নয়, অন্য প্রায় সকল ক্ষেত্রেই আমাদের তথ্য-পরিসংখ্যানের সঠিকতা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে প্রশ্ন রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এর ক্ষতি ও খেসারত নানাভাবে আমাদের দিতে হচ্ছে। যে কোনো মূল্যে আমাদের আবহাওয়ার পূর্বাভাস ও তথ্যব্যবস্থাপনার উন্নয়ন সাধন করে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। এজন্য আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের দ্রুত ব্যবস্থা করতে হবে। ভূ-তত্ত্ব বিজ্ঞানী জাহাঙ্গীর আলম ইনকিলাবকে জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ ও অন্যান্য স্যাটেলাইটের সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে সারাদেশে এমনকি ইউনিয়ন পর্যায়ে সময়মতো সঠিক আবহাওয়া পূর্বাভাস প্রদানের জন্য সরকার নির্দেশনা দিয়েছে। কেন এই নির্দেশনার বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন রেখেছেন। আমরা আশা করবো, সম্ভাব্য সকল উপায় অবলম্বন করে আধুনিক, উন্নত আবহাওয়া ব্যবস্থাপনা গড়ে তুলতে আর বিলম্ব করা হবে না।

 


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হবে: চীনের প্রত্যাশা

ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হবে: চীনের প্রত্যাশা

সউদী পৌঁছেছেন ১৫৫১৫ হজযাত্রী, এখনো ১০ হাজারের ভিসা হয়নি

সউদী পৌঁছেছেন ১৫৫১৫ হজযাত্রী, এখনো ১০ হাজারের ভিসা হয়নি

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে সউদির চাপে বেকায়দায় বাংলাদেশ?

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে সউদির চাপে বেকায়দায় বাংলাদেশ?

রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতে পিএকে অনুরোধ ইসরাইলের!

রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতে পিএকে অনুরোধ ইসরাইলের!

চীন-আরব দেশ সহযোগিতা ফোরামের সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে

চীন-আরব দেশ সহযোগিতা ফোরামের সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে

গাজায় হামলার প্রতিবাদে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বর্জন

গাজায় হামলার প্রতিবাদে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বর্জন

মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১২

মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১২

গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলুন, ইসরাইলকে উস্কে দিলেন মার্কিন এমপি

গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলুন, ইসরাইলকে উস্কে দিলেন মার্কিন এমপি

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা নবম

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা নবম

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ১৪

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ১৪

ফরিদপুরের মধুমতী নদীতে জেলেদের জালে ধরা পড়ল দুটি শুশুক

ফরিদপুরের মধুমতী নদীতে জেলেদের জালে ধরা পড়ল দুটি শুশুক

ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরিফ, কী কারণে

ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরিফ, কী কারণে

সুমেরু থেকে লাদাখের আকাশে অরোরা বোরিয়ালিস! কোন জাদুতে সম্ভব?

সুমেরু থেকে লাদাখের আকাশে অরোরা বোরিয়ালিস! কোন জাদুতে সম্ভব?

চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের অভিযোগ একেবারেই ভিত্তিহীন: মুখপাত্র

চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের অভিযোগ একেবারেই ভিত্তিহীন: মুখপাত্র

কনডেমড সেলের সাথে অন্যান্য সেলের পার্থক্য কী

কনডেমড সেলের সাথে অন্যান্য সেলের পার্থক্য কী

কারা ফটকে বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলকে ফুলের শুভেচ্ছা

কারা ফটকে বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলকে ফুলের শুভেচ্ছা

ডোনাল্ড লু ২ দিনের সফরে আজ ঢাকা আসছেন

ডোনাল্ড লু ২ দিনের সফরে আজ ঢাকা আসছেন

টেকনাফে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

টেকনাফে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

'চাপে পড়ে' পান্ডিয়াকে বিশ্বকাপ দলে নিতে হয়েছে

'চাপে পড়ে' পান্ডিয়াকে বিশ্বকাপ দলে নিতে হয়েছে

হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিল বিসিসিআই

হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিল বিসিসিআই