ঢাকা   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১

ব্যাটারিচালিত রিকশা-অটোচালকদের তাণ্ডব রুখতে হবে

Daily Inqilab ইনকিলাব

২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক নানা ইস্যু সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ধারাবাহিক তৎপরতা অব্যাহত রয়েছে। আগস্ট-সেপ্টেম্বরে অনেকগুলো এমন অপতৎপরতা ছাত্র-জনতা রুখে দিতে সক্ষম হয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লি থেকে উস্কানিমূলক ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির তৎপরতা এখন অনেকটাই স্পষ্ট। স্বৈরাচারের দোসররা কি এখন ব্যাটারিচালিত রিকশা ও অটো চালকদের আড়ালে নামিয়ে ঢাকা শহরকে অচল করে দিতে চাইছে? উল্লেখ্য, ঢাকায় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া অবৈধ রিকশা, বিশেষত ব্যাটারিচালিত রিকশা ও অটো রিকশার কারণে যানজট ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। ঢাকার যানজট নিরসনকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার-এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হলেও সড়ক-মহাসড়কের সংযোগস্থল, প্রবেশপথ ও আভ্যন্তরীণ রাস্তাগুলো থাকে এসব রিকশা-অটোর দখলে। লাখ লাখ ব্যাটারিচালিত রিকশা-অটো চলে ইলেক্ট্রিক চার্জিংয়ে। বিদ্যুৎ ঘাটতির কারণে লোড শেডিং বেড়ে যাওয়ার পেছনে এসব অবৈধ ব্যাটারিচালিত রিকশার দায় রয়েছে। আনরেজিস্টার্ড গাড়ির লাইসেন্সবিহীন অদক্ষ চালক শহরের যানজট বৃদ্ধি, দুর্ঘটনা ও জনদুর্ভোগ বাড়িয়ে চলেছে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে জনস্বার্থে উচ্চ আদালত ব্যাটারিচালিত রিকশা ও অটো নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কয়েকদিন কিছুটা তোড়জোড় দেখালেও কিছুদিন পর অবস্থা আবার তথৈবচ হয়েছে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর যোগসাজশে রাজনৈতিক চাঁদাবাজির কারণেই এসব অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব হয়নি।

ব্যাটারিচালিত রিকশা-অটো বন্ধে উচ্চ আদালতের একটি নির্দেশনার আলোকে মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যাটারিচালিত রিকশা ও অটোর বিরুদ্ধে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তারই জের ধরে মঙ্গলবার থেকে গত কয়েকদিন ধরে ঢাকার প্রায় সব প্রান্তে রিকশা চালকরা রাস্তায় অবরোধ ও তা-ব সৃষ্টি করেছে। ইতিপূর্বেও বিভিন্ন সময়ে ঢাকা অবৈধ রিকশা ও ব্যাটারিচালিত অটো রিকশা বন্ধে আদালতের নির্দেশনা ও সরকারের উদ্যোগগুলো ব্যর্থ হয়েছে। সে সব ব্যর্থতার পেছনে সরকারি দলের সাথে সম্পৃক্ত প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেটকে দায়ী করা হয়। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের সাথে চাঁদাবাজ সিন্ডিকেটের কোনো সংশ্রব না থাকলেও রাজপথে অটোচালকদের সহিংস তা-ব, রাস্তা অবরোধ এবং জনদুর্ভোগ সৃষ্টির পেছনে পরিবহন সেক্টরে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের ইন্ধন ও নেপথ্য ভূমিকার অভিযোগ অগ্রাহ্য করা যায় না। শহরের বিভিন্ন স্থানে অটো চালকদের অবরোধের মুখে যানজটে লাখ লাখ মানুষকে যখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তখন একই সময়ে তিতুমীর কলেজ এবং সিটি কলেজ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন ইস্যুতে রাজপথে নেমে সংঘাতে লিপ্ত হতে দেখা গেছে। একেকটি পক্ষ যখন তখন রাস্তায় নেমে সহিংসতা ও জনদুর্ভোগের সৃষ্টি করলেও আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয় বা নিরব দর্শকের ভূমিকা পালন করছে। দেশকে প্রত্যাশিত পরিবর্তনের পথে নিয়ে যেতে হলে জনজীবনে বিশৃঙ্খলা ও সরকারকে অস্থিতিশীল করে তুলতে নানামুখী ষড়যন্ত্র অবশ্যই রুখে দিতে হবে।

আদালতের নির্দেশ অনুসারে গত মে মাসেও সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা বন্ধের উদ্যোগ নেয়া হলে তাদের রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে সব রাস্তায় ব্যাটারিচালিত-অটোরিকশা চলাচলের সুযোগ দেয়া হয়। এখন পতিত স্বৈরাচারের পরিবহন মাফিয়া সিন্ডিকেট প্রকাশ্যে না থাকলেও হাজার হাজার অটোরিকশা চালককে উস্কে দিয়ে ঢাকার জনজীবনে দুর্ভোগ সৃষ্টির কারসাজিতে লিপ্ত রয়েছে বলে প্রতিয়মান হয়। আওয়ামী ফ্যাসিবাদী শাসনে পরিবহন সেক্টরের বিপুল জনশক্তিকে বিরোধীদল দমন ও সরকারের দুঃশাসনের সহযোগী শক্তি হিসেবে ব্যবহার করার কারণেই এই সেক্টরের সংস্কার ও উন্নয়ন সম্ভব হয়নি। ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, এ সপ্তাহে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে। সহপাঠী আফসানা করিমের মৃত্যুতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে এবং ৮ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। শিক্ষার্থীদের ৮ দফার বাস্তবায়ন সম্ভব হলেও চলমান বাস্তবতায় ব্যাটারিচালিত অবৈধ রিকশা, অটোরিকশার যথেচ্ছ চলাচল বন্ধ করা সম্ভব হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। একদিকে পুলিশের নিষ্ক্রিয়তা, বিভিন্ন ইস্যুতে পতিত স্বৈরাচারের দোসরদের রাজপথ দখল ও জনদুর্ভোগ সৃষ্টির অপতৎপরতা এবং অন্তর্বর্তী সরকারের প্রশাসনের দুর্বল অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তবে সবক্ষেত্রে ছাত্র-জনতা সক্রিয় সজাগ ও সচেতন রয়েছে। হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও পরিবর্তনের প্রত্যাশা পতিত স্বৈরাচারের দোসররা ব্যর্থ করে দিতে পারবে না। হাজার হাজার অটো চালকের রুটি-রুজির অবলম্বন একটি স্পর্শকাতর বিষয় হলেও গাড়ি ভাংচুর, বাসাবাড়িতে হামলা, যানজট, জনদুর্ভোগ ইত্যাদি অত্যন্ত উদ্বেগজনক। অটোচালকদের রাজধানীর দু’কোটি মানুষকে জিন্মি করে রাখার বিষয়টি কোনোভাবেই বরদাশত করা যায় না।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মানসিক সুস্থতায় কর্মবিরতি
মুনতাহার মর্মান্তিক মৃত্যু এবং কিছু কথা
ট্রাম্পের বিজয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার কি কোনো লাভ হবে?
স্মৃতির দর্পণে সালাউদ্দিন কাদের চৌধুরী
ডিকার্বনাইজেশনে আরো জোর দিতে হবে
আরও

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

মুসলিম চিকিৎসক

মুসলিম চিকিৎসক

শীর্ষে দিল্লি

শীর্ষে দিল্লি

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান