লেডি হিটলার হাসিনার শাসন আইয়ামে জাহেলিয়াত
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ এএম

দুইজন বিখ্যাত ব্যক্তি শেখ হাসিনা এবং তার ১৫ বছরের শাসন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সময়ের আবর্তনে প্রমাণিত হয়েছে যে, তাদের দুজনের মন্তব্যই সঠিক। এদের একজন হলেন সর্বজন শ্রদ্ধেয় বিএনপির অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া। আরেক জন হলেন পৃথিবীর নোবেল জয়ীদের মধ্যে যিনি একেবারে শীর্ষস্থানে অবস্থান করছেন সেই ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বেগম জিয়া শেখ হাসিনাকে আখ্যায়িত করেন ‘লেডি হিটলার’ বলে। আর প্রফেসর ইউনূস শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালকে বলেছেন ‘আইয়ামে জাহিলিয়াত’। অর্থাৎ অন্ধকার যুগ। ২০১৫ সালের নভেম্বর মাসে লন্ডনে একটি হোটেলে দলীয় কর্মী সম্মেলনে হাসিনাকে লেডি হিটলার খেতাব দেন বেগম জিয়া। তিনি আরো বলেন, বাংলাদেশে এখন চলছে রাজতন্ত্র। একজন লেডি হিটলার দেশ পরিচালনা করছেন।
আজ থেকে ১০ বছর আগে বেগম জিয়া শেখ হাসিনাকে লেডি হিটলার বলেছিলেন। তারপর ১০ বছর পার হয়ে গেছে। এই পরবর্তী ১০ বছরে বুড়িগঙ্গার তল দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট মাত্র ২১ দিন। এই ২১ দিনে ১ হাজার ৪০০ হাজার ছাত্র-জনতা দানব সরকারের বুলেটে প্রাণ হারিয়েছেন। এই তথ্য রিপোর্ট আকারে প্রকাশ করেছে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জাতিসংঘের এই রিপোর্টকে বলা যেতে পারে, একটি টেস্টামেন্ট। বলা যেতে পারে, একটি প্রত্যয়নপত্র। অর্থাৎ বিশ^ব্যাপী জাতিসংঘ সার্কুলেট করে দিল যে, শেখ হাসিনা একজন নিকৃষ্ট স্বৈরাচার। একজন রক্তপিপাসু শাসক।
আয়নাঘরের নাম এখন আর বাংলাদেশে নতুন নয়। আয়নাঘর বলতেই এখন মানুষের চোখের সামনে ভেসে ওঠে দুই ফুট বাই তিন ফুট একটি অন্ধকার ঘর, যেটি শুধুমাত্র মুরগীর খুপড়ির সাথে তুলনা করা চলে। এই মুরগীর খুপড়িতে অনেক গণ্যমান্য ব্যক্তি বছরের পর বছর কাটিয়েছেন। অনেক সময় একাধিক দিনরাত নিদ্রাহীনতায় কাটিয়েছেন। সুইডেন থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘নেত্র নিউজ’ দুই বা তিনটি আয়নাঘরের সন্ধান দেয়। নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিলের আলোড়ন সৃষ্টিকারী রিপোর্টটি যদিও ২০২২ সালে প্রকাশিত হয়েছে, কিন্তু তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন ২০১৬ সালের। অর্থাৎ শেখ হাসিনা আয়নাঘর বানিয়েছেন ২০১৬ সালেরও আগে। এখন অনুসন্ধানে প্রকাশ পাচ্ছে আয়নাঘর বানানো শুরু হয় সম্ভবত ২০১২ সালে। উইকিপিডিয়ার রিপোর্টে বলা হয়েছে যে, গুম অর্থাৎ বলপূর্বক উঠিয়ে নেওয়ার পর (Enforced Disappearance) ২ হাজার ৬৯৯ জন আদম সন্তান আর ফিরে আসেননি। এটি উইকিপিডিয়ার তথ্য। সংগতভাবেই ধারণা করা যেতে পারে যে, তারা বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছেন। ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে, আয়নাঘরের সংখ্যা হতে পারে ৭৫০ থেকে ৮০০। এমনকি সংখ্যাটি এর বেশিও হতে পারে।
এর আগে ধারণা করা হতো যে, ঢাকা ক্যান্টনমেন্টে রয়েছে দুইটি এবং উত্তরায় রয়েছে একটি আয়নাঘর। কিন্তু প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে, সারা বাংলাদেশব্যাপী আয়নাঘর ছড়িয়ে রয়েছে।
একজন বিদেশি লেখকের ভাষায়, শেখ হাসিনার ১৫ বছরের ‘রাজতন্ত্র’ হাজার হাজার মানুষের হত্যা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎসহ অসংখ্য অপরাধে কলঙ্কিত। ইলিনয় বিশ^বিদ্যালয়ের ডিশটিংগুইশড প্রফেসর এবং বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজ বলেছেন, মাত্র ২১ দিনে ১৪ শত ছাত্র-জনতাকে হত্যা, ২০ হাজারের অধিক ছাত্র-জনতাকে গুলি বর্ষণের মাধ্যমে আহত করা, তাদের অনেকের হাত পা কেটে ফেলা, অনেকের দৃষ্টিশক্তি চিরদিনের জন্য হারিয়ে যাওয়া- মাত্র ২১ দিন সময়ে এত সব বীভিষিকা এবং বীভৎসতা একমাত্র হিটলারের হলোকাস্ট ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা যায় না।
শেখ হাসিনা গংদের এই রক্তের হোলি খেলা এবং রাষ্ট্রের লক্ষ কোটি টাকা নিয়ে ছিনিমিনি খেলার কারণেই সেদিন দুবাইয়ে অতীব দুঃখভারাক্রান্ত হৃদয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এক সাক্ষাৎকারে বলেছেন যে, শেখ হাসিনা এবং তার রাজত্বের প্রধান ব্যক্তিবর্গ বিচারের হাত থেকে রক্ষা পাবে না। তিনি নিজেই স্বীকার করেছেন যে, যদি হাসনা গংদের বিচার করা না হয়, তাহলে বাংলাদেশের মানুষ তার প্রশাসনকে ক্ষমা করবে না। এই বিচার অবশ্যই হতে হবে। সংযুক্ত আরব আমিরাতের দৈনিক পত্রিকা ‘দি ন্যাশনালে’ প্রদত্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের খুঁজে বের করা হবে, বাংলাদেশে ধরে আনা হবে এবং সঠিক আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হবে। আমরা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে বলেছি। শেখ হাসিনার বহুবিধ অপরাধের সপক্ষে আমাদের হাতে যথেষ্ট এবং অকাট্য প্রমাণ রয়েছে।
॥দুই॥
আগেই বলেছি, শেখ হাসিনা ছিলেন পৃথিবীর নিকৃষ্টতম ডিক্টেটর। সমকালীন পৃথিবীতে তার একমাত্র তুলনা উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। এটি নেহায়েত কথার কথা নয় যে, শেখ হাসিনার জিনে রয়েছে রক্ত পিপাসা। একনায়কত্ব, স্বৈরাচার ও দানব শাসন তিনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মূর্তিমান উৎপীড়ক। অবিভক্ত বাংলার মুসলিম লীগ সেক্রেটারি এবং তৎকালীন যুক্তবাংলা আন্দোলনের অন্যতম অগ্রপথিক আবুল হাশিমের পুত্র বিশিষ্ট বামপন্থী নেতা বদরুদ্দীন উমর শেখ মুজিবকে মাস্তান বলে অভিহিত করেছেন। সকলেই জানেন যে, ১৯৭৫ সালে তিনি একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। কিন্তু যেসব কথা বলা হয় না সেটি হলো এই যে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানই প্রথম শুরু করেছিলেন বিচারবহির্ভূত হত্যা এবং ভোটডাকাতি। তার হুকুমেই বাংলাদেশে প্রথম ভারতীয় প্রভূত্বের বিরুদ্ধে যিনি বুলন্দ আওয়াজ উঠান সেই ইঞ্জিনিয়ার সিরাজ সিকদারকে তার হুকুমেই হত্যা করা হয়। সিরাজ সিকদারকে হত্যা করে জাতীয় সংসদে তিনিই সদম্ভে প্রশ্ন করেন: কোথায় আজ সিরাজ সিকদার?
এই শেখ মুজিবই আওয়ামী লীগ প্রার্থীকে ভোটে বিজয়ী করার জন্য ব্যালট বাক্স হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসেন। এবং ইচ্ছেমত গণনা করে তাকে বিজয়ী ঘোষণা করেন। এই শেখ মুজিবের আমলেই সেনাবাহিনীকে খাটো করার জন্য গঠিত হয় কুখ্যাত রক্ষী বাহিনী। বাংলাদেশ ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাক বাহিনীর দখলদার মুক্ত হওয়ার ৬ মাস পর ছাত্রলীগ বিভক্ত হয়। এবং তারপর গঠিত হয় জাসদ। মুক্তিযুদ্ধ চলাকালেই ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের অজ্ঞাতসারে গঠিত হয় বাংলাদেশ লিবারেশন আর্মি বা বিএলএফ। পরবর্তীতে এটি মুজিব বাহিনী নামে পরিচিত হয়। এই বিএলএফ গঠিত হয় স্বাধীনতা উত্তর কালে বামপন্থী এবং ইসলামপন্থীদেরকে নির্মূল করার জন্য। এই কুখ্যাত রক্ষী বাহিনীর হাতে ২৭ হাজার বামপন্থী এবং ইসলামপন্থী নেতাকর্মী ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকা-ের শিকার হন। কাজেই শেখ হাসিনাই গুম, খুন এবং বিচারবহির্ভূত হত্যাকা-ের জননী বলে যারা মনে করেন তারা বাংলাদেশের গোড়ার ইতিহাস জানেন না। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে যত অপশাসন, বিভিষিকা এবং দুর্বৃত্তায়ন হয়েছিল সেগুলো শুরু করেছিলেন শেখ মুজিব।
॥তিন॥
শেখ মুজিব শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষমতার গদিতে বসেই দুঃশাসন চালিয়েছিলেন তাই নয়, বাংলাদেশের জন্মের পূর্বেও তৎকালীন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে মাস্তানি এবং গুন্ডামির আমদানী করেছিলেন শেখ মুজিব। ৫০ এর দশকের মধ্যভাগে কাগমারি সম্মেলনের পর ঢাকার পল্টন ময়দানে মওলানা ভাসানীর সভাপতিত্বে যে বিশাল জনসভা হয়, সেই সভা শেখ মুজিবের লাঠিয়াল বাহিনী চতুর্মূখী হামলা করে পন্ড করে দেয়। এই ধরণের গুন্ডামির কাহিনী আরো আছে।
শেখ হাসিনার ক্রসফায়ারের শিকার হয়েছেন প্রখ্যাত বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা আতাউর রহমান প্রমুখ। আয়নাঘরে ৮ বছর ধরে বন্দী ছিলেন সোর্ড অব অনার প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব) আমান আজমী, ব্যারিস্টার আরমান, ফাঁসির মঞ্চে নিহত সালাহউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানসহ সাড়ে ৩ হাজার নেতা ও কর্মী। রাতের অন্ধকারে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে। এছাড়া প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গন থেকে পুলিশ অপহরণ করে মওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে। তাকে কলকাতার একটি কারাগারে আবিষ্কার করেন ড. কামাল হোসেনের মেয়ের জামাই সাংবাদিক ডেভিড বার্গম্যান।
শেখ হাসিনা এবং শেখ মুজিবের অপরাজনীতি এবং অপশাসনের অনেক উদাহরণ রয়েছে। স্থানাভাবে সেগুলি এই কলামে প্রকাশ করা সম্ভব হলো না। শেখ হাসিনা ভারত থেকে ঢাকায় ফিরেছিলেন তার পিতার হত্যাকা-ের প্রতিশোধ নিতে। আমার বা দৈনিক ইনকিলাবের কথা নয়, লন্ডনে বিবিসির সাংবাদিক সিরাজুর রহমান হাসিনার যে সাক্ষাৎকার নিয়েছিলেন সেই সাক্ষাৎকারে এই কথা বলেছেন। ঢাকায় এসে ক্ষমতায় বসে তিনি সেই প্রতিশোধ নিয়েছেন। তার রাগ ছিল বাংলাদেশের জনগণের ওপর। রাগ ছিল এই কারণে যে, কেন বাংলাদেশের জনগণ তার পিতার হত্যার পর ঐসব সামরিক অফিসারদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি।
শেখ হাসিনা ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছেন। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে রাতের আঁধারে বেনজির আহমেদের নেতৃত্বে পুলিশী অভিযান চালিয়ে শত শত নীরিহ আলেম-ওলামাকে হত্যা করে তার হাত রঞ্জিত করেছেন। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর একই সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বিদ্রোহের নাম করে ৫৭ জন চৌকস সেনা অফিসারসহ ৭৪ জন মানুষকে হত্যা করেছেন। এই ৫৭ জন সেনা অফিসারের সকলেই ছিলেন মেজর এবং তার ওপরের র্যাঙ্কে। ভারতের উস্কানিতে এবং ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপে সেনাবাহিনীকে অথর্ব করে দেওয়ার জন্যই এই হত্যাকা- চালানো হয়েছে। বিগত ১৬ বছর ধরে অনেক মানুষ এসম্পর্কে কথা বলেছেন। পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। কিন্তু এবার অর্থাৎ গত ১৫ ফেব্রুয়ারি স্বয়ং এ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বিডিআর হত্যাকা- ঘটানো হয়েছিল। বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, ভোটের অধিকার হরণ করার জন্য, নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকা-ের ঘটনা ঘটনো হয়েছিল। একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশকে দুর্বল করার চক্রান্তে মেতে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র, যার ফলে তৈরি হয়েছে জুলাই বিপ্লব।
দুর্ভাগ্যের বিষয়, শাপলা ম্যাসাকারের তদন্ত এবং সত্য উদ্ঘাটনের জন্য সাড়ে ৬ মাস হয়ে গেল, আজও কোনো তদন্ত কমিশন গঠিত হলো না। বিডিআর হত্যাকা-ের তদন্তও চলছে শম্বুক গতিতে। মওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদ- দেওয়ার পর যখন প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদ বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ২৫০ জন মানুষকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে, ২১ দিনের জুলাই বিপ্লবের নায়ক ছাত্রনেতৃবৃন্দকে হত্যা করা এবং তাদের লাশ গুম করার হুকুম দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। এছাড়া এই ২১ দিনে যে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, জাতিসংঘ রিপোর্ট মতে, তারও হুকুমের আসামী শেখ হাসিনা। পাপের ভান্ড পুরো হয়ে গেছে শেখ হাসিনার।
শেখ মুজিব ও শেখ হাসিনার অনেক অপকীর্তি যেগুলো এখনও সাধারণ মানুষের কাছে অজ্ঞাত সেগুলো সম্পর্কে আমি ইনকিলাবের এই কলামে আলোকপাত করার চেষ্টা করবো। আয়নাঘরের বন্দীদের অন্তত ২০০ জনের তালিকা ইন্টারনেট ঘেঁটে সংগ্রহ করা গেছে। এছাড়াও শেখ মুজিবের ভারত কানেকশন, কিভাবে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করা হয়েছে (এ ব্যাপারে মানুষ যা জানে তার বিপরীত), ২৫ বছরের গোলামী চুক্তি, তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনিক সংলাপসহ অনেক তথ্য সংরক্ষিত রয়েছে। কিস্তিবন্দীতে এসম্পর্কে লেখার ইচ্ছা রইলো।
সুইডেনের নেত্র নিউজ যদিও ২০২২ সালে ক্যান্টমেন্টের অভ্যন্তরে আয়নাঘরের অস্তিত্ব আবিষ্কার করে, কিন্তু সেটি ছিল ২০১৬ সাল থেকে। অনুসন্ধানের এক পর্যায়ে ম্যাক্সার উপগ্রহ থেকে এই আয়নাঘরের ছবি ধারণ করতে তারা সক্ষম হয়। উপগ্রহ থেকে ধারণ করা আয়নাঘরের ছবিটি আমরা এই কলামের অভ্যন্তরে দিলাম।
Email: journalist15@gmail.com
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা একাডেমিক শাটডাউনের হুঁশিয়ারি

সাকিব-তামিমকে চেনেন নেইমার!

কুষ্টিয়ার দৌলতপুরে ভুট্টা চাষে চাষীদের সাফল্য ১৪০ কোটি টাকার ভুট্টা উৎপাদন

একইদিনে চারদেশে হামলা ইহুদীদের

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই ছাত্রীসহ তিনজনের মৃত্যু

বিমান বাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দের নির্দেশ, ৬ ব্যাংক হিসাব ফ্রিজ

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল ৩৭% পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত

লক্ষ্মীপুর শহরে ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

সৈয়দপুর রেলওয়ে কারখানায় নষ্ট হচ্ছে ১৫৩কোটি টাকার মেশিনারি

খালেদা জিয়া কখনো স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করেননি: কাদের গনি

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে ২ ছাত্রী নিহত, ১জন আহত

ময়লা আবর্জনার দুর্গন্ধে নাকাল নাটোর পৌরবাসি

গোয়ালন্দে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

চান্দিনায় ন্যায্যমূল্যের পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কে এম জামাল হোসেন এর বিরুদ্ধে

পাবিপ্রবির ছাত্র হল-১ এর প্রভোস্ট হলেন ড. শাহজাহান আলী

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের বিদায়

ভূঞাপুরে মাদক ৩ কারবারির কারাদন্ড

আমাদের প্রয়োজন অংশীদার, উপদেশদাতা নয় : জয়শঙ্কর

নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন