ট্রান্সশিপমেন্ট বাতিল : বৈরিতার বহিঃপ্রকাশ
১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১২:৩০ এএম

বাংলাদেশে ভারতের আজ্ঞাবহ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দেড় দশক ধরে ভারতের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছে। বাণিজ্যিক-অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা স্বার্থ বিসর্জন দিয়ে প্রায় বিনাশুল্কে দেশের স্থল, নৌ ও সমুদ্রবন্দর ব্যবহারের অবাধ সুযোগসহ ট্রানজিট-ট্রান্সশিপমেন্টের নামে ভারতকে করিডোর দিয়েছিল শেখ হাসিনার সরকার। ভারতের সাথে সম্পাদিত বিগত সরকারের জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পুর্নমূল্যায়ণ করে বাতিল বা স্থগিত করতে দেশবাসির পক্ষ থেকে অর্ন্তবর্তী সরকারের উপর ব্যাপক চাপ থাকলেও এ বিষয়ে সরকার ধীরে চলা নীতি গ্রহণ করেছে বলেই ধরে নেয়া যায়। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের বিজেপি সরকার বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রতি অসহযোগিতা ও অসহিষ্ণু আচরণ করছিল। ড.মুহাম্মদ ইউনূস ভারতের প্রতি সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছেন। মোদি সরকারের কাছ থেকে প্রত্যাশিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ড, ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে কেউ কেউ মন্তব্য করেছিলেন। তবে ভারতের সিবিআইসি বা কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের আকষ্মিক ঘোষণায় ভারতীয় বন্দরগুলোতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে হাঁটতে চাইছে না। তারা সম্ভাব্য সব পন্থা ব্যবহারের করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টির নীতি অব্যাহত রেখেছে।
প্রাথমিক তথ্যে ভারত ২০২০ সালের ২৯ জুনের একটি সার্কুলার অনুসারে ভারতের কয়েকটি বন্দরের কার্গো সুবিধার আওতায় তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য রফতানির সুযোগ স্থগিত করেছে সিবিআইসি। ভারতের এই সিদ্ধান্ত ডাব্লিউটিও’র চুক্তির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন বলে গণ্য হতে পারে। একদরফা সিদ্ধান্তে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ একদিকে তাদের নিজেদের পণ্য রফতানির চাপের কথা বলছে, অন্যদিকে তাদের এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক অভিসন্ধির বিষয়টিও চেপে রাখতে পারেনি। প্রধান উপদেষ্টা ড.ইউনূসের সাম্প্রতিক চীন সফর নিয়ে ভারত সরকারের উষ্মা ও অসন্তোষের বহি:প্রকাশ হিসেবেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমান করা যায়। ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক ওপিনিয়নে লিখেছে, ‘ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্য এবং চীনের প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় ’ প্রকাশের প্রেক্ষিতে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে। বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠকের পর ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কিছু ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছিল। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে নিরবতা, কোনো বিশেষ দলের বদলে জনগণের সাথে জনগণের সম্পর্ক বৃদ্ধির উপর জোর দেয়ার মনোভাব প্রকাশিত হয়েছিল। এ প্রেক্ষিতে, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ ত্বরান্বিত করা হয়। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারত আমাদের বুঝিয়ে দিল, বাংলাদেশকে আস্থায় রাখতে তারা বন্ধুত্বের বদলে চাপ সৃষ্টির পথেই হাঁটতে চায়। অভিন্ন সীমান্ত ও বিশাল বাণিজ্যিক স্বার্থের তাগিদেই বাংলাদেশকে ভারতের সিদ্ধান্তের প্রশ্নে যথাযথ প্রতিক্রিয়া জানাতে হবে। প্রয়োজনে বাংলাদেশকে পাল্টা অনুরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিকট অতীতে দেখা গেছে, বাংলাদেশের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে গ্রহণ করা ভারতের এ ধরণের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে। বাংলাদেশে ভারতের গরু রফতানি বন্ধ করা, পেঁয়াজ ও আলু রফতানি বন্ধের পর এসব ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পুর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের সিদ্ধান্ত তেমন কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না বলে সংশ্লিষ্টরা মনে করেন। এর বিকল্প হিসেবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের সমুদ্র ও বিমান বন্দর দিয়ে তৈরী পোশাক রফতানির ট্রান্সশিপমেন্ট অব্যাহত রাখার সাথে সাথে হজরত শাহজালাল, সিলেট ও চট্টগ্রাম বিমান বন্দরের কার্গো হ্যান্ডেলিং সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ ত্বরান্বিত হতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও সরকার পরিবর্তন এ দেশের মানুষের অভিপ্রায়ের প্রতিফলন। দীর্ঘদিন ধরে ভারত এ দেশের মানুষের অভিপ্রায়ের বাইরে গিয়ে একটি রাজনৈতিক দলের স্বৈরতন্ত্র রক্ষায় ভ’মিকা পালন করেছে। ড.ইউনূসের অত্যুজ্জ্বল ভাব-মর্যাদা ও বিশ্বের সাথে তাঁর ঘনিষ্ট যোগাযোগের পথ ধরে বাংলাদেশ এক নতুন সম্ভাবনার দিকে অগ্রসর হচ্ছে। ঢাকায় প্রথমবারের মত চারদিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে শত শত বিনিয়োগকারির উপস্থিতি নতুন বাংলাদেশের সম্ভাবনাকে যখন আরো আশান্বিত করে তুলেছে, ঠিক তখন ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের মধ্য দিয়ে বিনিয়োগকারিদের প্রতি হয়তো একটি ভিন্ন বার্তা দিতে চেয়েছে। ডোনাল্ড্র ট্রাম্পের আরোপিত শুল্ক নীতি যেমন বাংলাদেশের রফতানি বাণিজ্যের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বার্তা দিচ্ছে, একইভাবে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট নিয়ে ভারতের অনভিপ্রেত সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনাকে খর্ব করতে পারবে না। তবে এ প্রেক্ষিতে বাংলাদেশকেও ভারতের সাথে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারকগুলো নিয়ে নতুন সিদ্ধান্তে আসতে হবে। জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী ট্রানজিট-করিডোর নিয়ে অবশ্যই নতুন সিদ্ধান্তে আসতে হবে। বাংলাদেশের বন্দর, নৌপথ, স্থল ও রেলপথ ব্যবহার করে প্রায় বিনাশুল্কের ট্রানজিট ব্যবস্থা চলতে পারে না। বাংলাদেশ বন্ধুত্ব ও সুসম্পর্কের বার্তা দিলেও ভারতের বৈরী আচরণের শিকার হচ্ছে বাংলাদেশ। বাণিজ্য ও প্রযুক্তির মুক্তবাজার অর্থনীতির বিশ্বায়নের এ যুগে সংকীর্ণতা ও অযৌক্তিক একগুয়ে সিদ্ধান্ত নিয়ে ভারত তার স্বার্থ রক্ষা করতে পারবে না। বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাখ্যা চাইবে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সচেষ্ট হবেন বলে আমরা প্রত্যাশা করি। অন্যথায় পাল্টা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে চুক্তি ও কনভেনশন লঙ্ঘনের দায়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

মনোহরগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে ২জনকে কারাদন্ড, গাড়ি জব্দ

ঝড়ের কারণে ডুবোচরে আটকা পড়েছে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

মহড়ার আগেই ডুবে গেল ঐতিহাসিক যুদ্ধজাহাজ

কালিয়াকৈরে ডাকাত সন্দেহে তিন যুবক আটক

গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্বেচ্ছায় ফেরত যেতে চাওয়া অভিবাসীদের সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন

খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম : সারজিস আলম

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় মামলাঃ হুকুমের আসামি সাবেক মন্ত্রী ও মেয়র

মেট গালায় রাজকীয় ভঙ্গিমায় ইতিহাস গড়লেন শাহরুখ, তলোয়ার হাতে ভিন্ন অবতারে দিলজিৎ

ইসরাইলি আগ্রাসনে গাজায় প্রতি ৪০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

লক্ষ্মীপুরে হত্যার ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চিন্ময় দাসকে আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

জাতীয় ঐকমত্য কমিশনকে ‘মৌলিক সংস্কারের রূপরেখা’ দিল এনসিপি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে: আলী রীয়াজ

৯ দিন ধরে বন্ধ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অগ্রগতি নেই তদন্ত কমিটির

ভূরুঙ্গামারীতে অটো রিক্সার ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

"রাবি শিক্ষার্থীদের পেটানোর হুমকি: ভাইরাল স্ক্রিনশটে ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ নেতার নাম!"

পাকিস্তান ইস্যুতে ভারতের অভিযোগে উদ্বিগ্ন ওআইসি

সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ী জীবনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ