মূল্যবোধের অভাবই অবক্ষয়ের মূল কারণ
মানুষের জীবনবোধের সঙ্গে নৈতিক মূল্যবোধের সম্পর্ক রয়েছে। মানুষ প্রাণী, তবুও সে পশু নয়। তাইতো সমাজবিজ্ঞানী ডেভিড পোপেনোরের মতে, ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাক্সিক্ষত-অনাকক্সিক্ষত সম্পর্কিত যে ধারণা, তার নামই মূল্যবোধ। মূল্যবোধের অবক্ষয় এখন চারিদিকে প্রকট হয়েছে। মূল্যবোধ বলতে সকলের মনে একটা ধারণা আসে যদিও সুস্পষ্টটভাবে কারও পক্ষে বলা সম্ভব নয়। তবু মূল্যবোধ সাধারণত আচার-আচরণের এক ধরনের মানববোধ, কিছু আদর্শগত সমষ্টি, যার দ্বারা মানুষ...