তারুণ্যের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো কোক স্টুডিও’র কনসার্ট
১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম
গত শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় কনসার্ট। ছুটির দিন হওয়ায় কনসার্টে ছিল উপচে পড়া দর্শক। দুপুর দেড়টায় আর্মি স্টেডিয়ামের খোলার পর থেকেই তরুণ সঙ্গীতপ্রেমীরা অনুষ্ঠানস্থলে ভিড় করতে থাকেন। কনসার্ট শুরুর পরও বাইরে দর্শকের দীর্ঘ সারি দেখা গেছে। আয়োজনের শুরুতে অতিথিদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে নিয়ে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করেন উপস্থাপক ও জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী এবং জুনায়েদ রাব্বানী। দর্শকরা এই কৌতুক বেশ উপভোগ করেন। এরপর কোক স্টুডিও বাংলা’র গানের সঙ্গে বিশেষ একটি পরিবেশনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল চারটার পর মঞ্চে আসে ব্যান্ডদল হাতিরপুল সেশনস। ‘সেই পাখিটা’ গান দিয়ে পরিবেশনা শুরু করে দলটি। এরপর নিজেদের শ্রোতাপ্রিয় গানগুলো পরিবেশন করে। সূর্যাস্ত পর্যন্ত দর্শকরা তাদের গান উপভোগ করেন। সন্ধ্যার পর মঞ্চে কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের প্রথম গান ‘নাসেক নাসেক’ দিয়ে পরিবেশনা শুরু করে। কনসার্টটি ৫টি অংশে বিভক্ত ছিল, যেখানে প্রতিটি অংশে দর্শকরা মুগ্ধ হয়ে কোক স্টুডিও বাংলা'র প্রথম ও দ্বিতীয় সিজনের গানগুলো উপভোগ করেন। কনসার্টে পরিবেশিত গানগুলো শুধু এই কনসার্টের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়। এর জন্য মূল গানগুলোর কথার সঙ্গে নতুন কিছু চরণ যুক্ত করা হয়েছে। কোক স্টুডিও বাংলার সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, কোক স্টুডিও বাংলা সবসময়ই নতুন কিছু করার, বাংলা সঙ্গীতকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে এসেছে। ভক্তদের সরাসরি সেই সুরের স্বাদ উপভোগ করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই কনসার্ট আয়োজন করা হয়েছে। যে পরিমাণ ভক্তরা কনসার্টে উপস্থিত হয়েছেন, আর যে ভালোবাসা তারা আমাদের দেখিয়েছেন, এতে আমরা সত্যি খুবই আনন্দিত। এই ভালোবাসা ভক্তদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসতে আমাদের উৎসাহিত করবে। কনসার্টের পুরো সময় জুড়ে দর্শকরা প্রথম ও দ্বিতীয় সিজনে তাদের পছন্দের গানগুলোর বিশেষ কনসার্ট সংস্করণ উপভোগ করেন। গানের সঙ্গে সঙ্গে আরও ছিল নৃত্যপরিচালক ও নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ এবং শামীম আরা নীপা’র পরিচালনায় নৃত্যাঞ্চল নৃত্য দল এবং ম্যাশমাহবুব কোরিওগ্রাফির নৃত্য। এতে গানগুলোতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। কোক স্টুডিও বাংলার শিল্পীদের পাশাপাশি লালন ব্যান্ড এবং আর্টসেলের পরিবেশনাও সবার মন জয় করে। তবে শেষ হয় কোক স্টুডিও দ্বিতীয় সিজনের ‘দেওড়া’ গানটি পরিবেশনার মধ্যদিয়ে। এই পুরো কনসার্টজুড়ে ছিল তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার