হঠাৎ বৃষ্টি’র ২৫ বছর পূর্তিতে চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে বই প্রকাশ
২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
বাসু চ্যাটার্জি পরিচালিত ও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত রোমান্টিক চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র ২৫ বছর পূর্তিতে ইমপ্রেস টেলিফিল্ম-চ্যানেল আইয়ের উদ্যোগে চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ এর একটি বই প্রকাশিত হয়েছে। গত শনিবার (১৮ নভেম্বর) চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজন করা হয় এক প্রকাশনা অনুষ্ঠান। গান, কথামালা আর স্মৃতিচারণে প্রকাশনা অনুষ্ঠানটি হয়ে উঠে আনন্দঘন ও প্রাণবন্ত। বইটিতে আছে বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা’র মূল চিত্রনাট্য, সিনেমার স্থিরচিত্র, পোস্টার এবং শিল্পী-কলাকুশলীদের অভিজ্ঞতার কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হঠাৎ বৃষ্টি’র প্রযোজক হাবিবুর রহমান খান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ‘হঠাৎ বৃষ্টি’র মূল চরিত্র চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বইটির সম্পাদক ছটকু আহমেদ, চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমান, নির্মাতা মতিন রহমান, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, আবদুস সামাদ খোকন প্রমুখ। অনুষ্ঠানে ‘হঠাৎ বৃষ্টি’র মতো বহু কালজয়ী ছবি প্রযোজনা করার জন্য চ্যানেল আইয়ের পক্ষ থেকে সম্মানিত করা হয় প্রযোজক হাবিবুর রহমান খানকে। তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ সময় তার হাতে স্মারক তুলে দেন ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে হাবিবুর রহমান খান ‘হঠাৎ বৃষ্টি’ নির্মাণের পেছনের কাহিনী তুলে ধরেন। কীভাবে এই সিনেমায় চিত্রনায়ক ফেরদৌসকে যুক্ত করলেন, সে গল্পও এদিন সন্ধ্যায় শোনালেন এই প্রযোজক। অনুষ্ঠানে ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক ফেরদৌস বলেন, এই সিনেমার সাথে প্রত্যেকের অনেক স্মৃতি। আজকে যে বইটি প্রকাশিত হয়েছে, তাতে আমার কিছু স্মৃতি লিখেছি। তিনি বলেন, এই বইটি প্রকাশের নেপথ্যের মানুষ সাগর ভাই। ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিকে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নিয়ে এসে সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানের শেষের দিকে ‘হঠাৎ বৃষ্টি’ এবং এই ছবির প্রযোজক হাবিবুর রহমান খান এর সাথে পরিচয়ের সূত্রপাত কীভাবে হলো, সে বিষয়ে স্মৃতিচারণ করেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। জানান, বাংলাদেশ টেলিভিশনে কীভাবে প্রথমবার কোনো নতুন ছবির ‘প্রিমিয়ার’ করেছিলেন, সেই গল্পও। প্রকাশিত বইটিতে ‘হঠাৎ বৃষ্টি’র পূর্ণাঙ্গ চিত্রনাট্য ছাড়াও লিখেছেন বাসুদেব চ্যাটার্জী মেয়ে, জুন মালিহা, প্রিয়াংকা, শ্রীলেখা মিত্র এবং নচিকেতাসহ অনেকে। উল্লেখ্য, ১৯৯৮ সালে মুক্তি প্রাপ্ত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ‘হঠাৎ বৃষ্টি’ ছবিটি প্রথমে মুক্তি পায় বিটিভিতে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সে ছবিতে ফেরদৌসের নায়িকা ছিলেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত
শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত