কাঠগোলাপ ও চলচ্চিত্রের নন্দনতত্ত্ব
০৮ মে ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০৮ মে ২০২৪, ১২:১৫ এএম
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ভুক্ত বলকান অঞ্চলীয় দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় শুরু হতে যাচ্ছে ‘দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল’। এই ফেস্টিভ্যালে নিমন্ত্রিত হয়েছে ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে মো. ফরমান আলী প্রযোজিত এবং সাজ্জাদ খান পরিচালিত সিনেমা ‘কাঠগোলাপ’। সিনেমাটি বুলগেরিয়ার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এমন সিনেমা সচরাচর এখন আর তেমন একটা নির্মিত হয় না। এর অন্যতম কারণ বিনিয়োগ। চলচ্চিত্রের ভাষা প্রয়োগে আন্তর্জাতিক অঙ্গনের মানদণ্ড বজায় রেখে চলচ্চিত্র নির্মাণের যে মেধা ও অর্থের প্রয়োজন, তার যোগানদাতা কে হবেন? যারা নিজ অর্থে এ ধরনের সিনেমা নির্মাণ করেন তারাও নানা জটিলতায় গুটিয়ে যান। ইউরোপকে বলা হয়, শিল্পচর্চার বড় আধার। ইউরোপের বিভিন্ন দেশে প্রতি বছর ১৫০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এসব উৎসবে নানা ক্যাটেগরির চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়। এর মধ্যে পর্তুগাল এবং ইংল্যান্ডে তিনটি উৎসব অনুষ্ঠিত হয় ‘¯েপশাল ইন্টারেস্ট’ নামে। ইউরোপের তিনটি আন্তর্জাতিক উৎসবসহ মর্যাদাপূর্ণ উৎসবগুলো হলো ভেনিস, কান এবং বার্লিন, টরন্টো ও সানডান্স। এগুলোকে বিগ ফাইভও বলা হয়। ‘কাঠগোলাপ’ হয়তো বিগ ফাইভে যুক্ত হতে পারেনি। কিন্তু শিল্পচর্চার বড় আধারে প্রবেশ করার সুযোগ পেয়েছে।
কাঠগোলাপের বিষয়বস্তু বেশ চমৎকার এবং ব্যতিক্রমী ধারার। এসেক্সসুয়ালিটি নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। বিষয় বৈচিত্র্যই দর্শক ও শিল্পবোদ্ধাদের আকর্ষণ করে। এজন্য সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয়েছে। ইতোমধ্যে এটি একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসাও কুড়িয়েছে। চলচ্চিত্র মূলত শিল্পমাধ্যম, যার অবস্থান সমাজের উপরিকাঠামোতে। এখানেই হয়ে থাকে শিল্প-সাহিত্যের চর্চা। একটি চলচ্চিত্র বা একটি উপন্যাস বা যেকোনো সৃজনশীল কাজ ভোক্তাদের সমাজ পরিবর্তনের ডাক দেয় না। ভোক্তাদের মনোবৃত্তিকে সুকুমার করে তোলে। একটি সিনেমা দেখে দর্শককে ভাবায় এবং ভাবনা তৈরি করতে পারার মধ্যেই সিনেমাটির সাফল্য। সমাজের উপরিকাঠামো সমৃদ্ধ হয়, শিল্প-সাহিত্যের বৈশিষ্ট্যমন্ডিত সৃজনশীলতায়। নন্দনতত্ত্বের নিরিখে যা সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখে এবং পরিশীলিত করে সাংস্কৃতিক আবহকে।
বিষয় বৈচিত্র্য, নির্মাণশৈলী এবং চিত্রনাট্যের সামঞ্জস্যপূর্ণ অন্তপ্রবাহ একটি সিনেমাকে নান্দনিক ও সার্থক করে তোলে। যেহেতু কাঠ গোলাপ এখনো দেশের মানুষ দেখতে পারেনি এবং সিনেমাটির মূল তাৎপর্যের রসও আস্বাদন করতে পারেনি, সেহেতু সিনেমাটি নিয়ে বাকচাতুর্যের কোনো অবকাশ নেই। তবে আশা করা বাতুলতা হবে না যে, শুধু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শক নয়, দেশের দর্শকও শিগগিরই সিনেমাটি দেখতে পাবেন। সিনেমাটির প্রদর্শনী উপলক্ষে প্রযোজক মো. ফরমান আলী এ মাসে বুলগেরিয়া যাচ্ছেন। ১ জুন সোফিয়ার বলকান প্যালেসে পুরস্কার প্রদান করা হবে। কাঠগোলাপ সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন অপূর্ণ রুবেল। সিনেমাটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।
লেখক: সিনিয়র সাংবাদিক, চলচ্চিত্র গবেষক ও সমালোচক।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
কলাপাড়ায় প্রধান উপদেস্টার কায্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ
কেন মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী?
ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন মুকেশ ও নীতা আম্বানি
জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন
সালথায় নিজ দোকানের মধ্যে ঝুলছিল ব্যবসায়ীর লাশ
বিএনপির ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া হচ্ছে
কেরানীগঞ্জে অপহৃত কিশোর উদ্ধার: গ্রেপ্তার দুই
বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল
বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন নয়, কোটা বিরোধী আন্দোলন করেছিল” :খায়রুল কবির খোকন
বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্তে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে : ঢাবি ভিসি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
আজকে পরীর মন ভালো নেই
খুড়িয়ে খুড়িয়ে চলছে গ্রাম আদলতের কার্যক্রম: কার্যকরী উদ্যাগে সুফল পেতে পারে গ্রাম বাংলার জনগণ
জামায়াতে ইসলামীই বাংলাদেশকে সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে পারে: শাহজাহান
কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার
মির্জাপুরে পাল্টাপাল্টি হামলায় আহত ৮
বান্দরবানে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার