‘জওয়ান’-এর জন্য বিজয়, শাহরুখ ১০০ কোটি, দীপিকারা কত পেলেন
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
শাহরুখ খানের বহুল চর্চিত ছবি ‘জওয়ান’ আজ মুক্তি পেয়েছে । তাই কিং খানের অনুরাগীরা আজ ‘জওয়ান ডে’ উদ্যাপন করছেন। ভারতের বেশ কিছু প্রেক্ষাগৃহের দরজা ভোর পাঁচটায় খুলে গেছে। গতকাল মধ্যরাতেও প্রেক্ষাগৃহের বাইরে টিকিটের জন্য লম্বা লাইন দেখা গেছে। অনেকের মতে, বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিন সবচেয়ে বেশি আয় করা ছবি হতে চলেছে ‘জওয়ান’। অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে এরই মধ্যে ‘পাঠান’কে টপকে গেছে কিং খানের এই ছবি।
বাণিজ্যিক বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন ‘জওয়ান’ মুক্তির প্রথম দিন সব ভাষা মিলিয়ে ৮৫ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়তে চলেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়া আছেন দক্ষিণের বেশ কিছু নামকরা তারকা। ‘জওয়ান’ ছবিতে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভারের মতো অভিনেতারা আছেন। এ ছবিতে দীপিকা পাড়ুকোনকে অতিথি চরিত্রে দেখা গেছে। ৩০০ কোটি বাজেটের এ ছবির জন্য কোন তারকা কত নিয়েছেন, তা একনজরে দেখে নেওয়া যাক।
শাহরুখ খান
‘জওয়ান’ ছবিতে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তিনি বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। অ্যাটলি পরিচালিত এ ছবিতে তাঁর অভিনীত দুই চরিত্রের নাম বিক্রম রাঠোর ও আজাদ রাঠোর।
এ ছবিতে কিং খানকে নানা লুকে দেখা গেছে। তাঁর প্রতিটি লুক দারুণ প্রশংসিত হয়েছে। জানা গেছে, কিং খান এ ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছিলেন। তাঁর পারিশ্রমিক ১০০ কোটি রুপি। এ ছাড়া ‘জওয়ান’ ছবির মোট মুনাফা থেকে ৬০ শতাংশ তাঁর পকেটে যাবে।
বিজয় সেতুপতি
দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি ‘জওয়ান’ ছবির অন্যতম মূল সম্পদ। দক্ষিণের বিশালসংখ্যক সিনেমাপ্রেমী তাঁর টানেই হলমুখী হবেন। কিন্তু বিজয়ের পারিশ্রমিকের অঙ্ক শাহরুখের থেকে অনেকটা কম। তিনি এ ছবির জন্য নিয়েছেন ২১ কোটি রুপি ।
নয়নতারা
‘জওয়ান’ ছবির মাধ্যমে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারার প্যান ইন্ডিয়া অভিষেক হলো। শাহরুখ ও নয়নতারার জুটি এ ছবির অন্যতম মূল আকর্ষণ। ছবির ট্রেলার মুক্তির পর থেকে তাঁদের দুরন্ত রসায়ন মুগ্ধ করেছে সবাইকে। দক্ষিণি এ রূপসী ১১ কোটি রুপি নিয়েছেন।
সানিয়া মালহোত্রা
বলিউডের জনপ্রিয় নায়িকা সানিয়া মালহোত্রাকে ‘জওয়ান’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ‘কাঁঠাল’ ছবিতে। এই ছবি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। সানিয়া ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন এক কোটি রুপি।
প্রিয়ামণি
দক্ষিণের আরেক জনপ্রিয় নায়িকা প্রিয়ামণি ‘জওয়ান’ ছবিতে অভিনয় করেছেন। সানিয়ার মতো তিনি এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
দীপিকা পাড়ুকোন
বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন ‘জওয়ান’ ছবিতে এক বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। তাই পর্দায় তাঁকে কিছু সময়ের জন্য দেখা গেছে। কিন্তু অতিথি চরিত্রে অভিনয়ের জন্যও বড়সড় দর হেঁকেছেন এই অভিনেত্রী। কিন্তু সেই অঙ্ক এখনো ফাঁস হয়নি। এদিকে ‘জওয়ান’ ছবির আরেক অভিনেতা সুনীল গ্রোভার ৭৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স
‘হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি সঠিক নয়’
বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়: মামলার বিচারক