৯ দিনে ৯০০ কোটি পার হলো ‘জাওয়ান’র আয়
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ এএম
‘পাঠান’ মুক্তির সাত মাস পর আবার বড় পর্দায় শাহরুখ খান। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘জাওয়ান’। মুক্তির ৯ দিন অতিবাহিত হলেও বিশ্বব্যাপী এখনো বইছে ‘জাওয়ান’ ঝড়! যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও দ্রুতগতিতে বেড়েই চলছে শাহরুখের এই সিনেমার আয়। নবম দিন শেষে শুধু ভারতে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি! এ ছাড় বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ৭০০ কোটি রুপি!
জানা গেছে, মুক্তির নবম দিনে ‘জাওয়ান’ ভারতের বাজারে ব্যবসা করেছে ২১ কোটির। আট দিন শেষে ভারতে এই সিনেমাটির আয়ের অঙ্ক ছিল ৩৮৯.৮৮ কোটি। আর ২১ কোটি যোগ হওয়ার পর তা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ৪১০.৮৮ কোটিতে। তবে শনিবার আর রবিবার যে আবার একটা ‘জাওয়ান’ ঝড়ের মুখোমুখি হতে চলেছে ভারতের বক্স অফিস, সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত চলচিত্র বানিজ্য বিশ্লেষকরা। আর যদি বিশ্বব্যপী হিসেব ধরা হয়, ৮ দিনেই ৭০০ কোটির ক্লাবে ‘জাওয়ান’। দুবাই, কানাডা, আমেরিকার মতো দেশগুলিতে বেশ ভালো ব্যবসা করছে এই বলিউডের সিনেমা।
মুক্তির প্রথম সপ্তাহেই ভারত থেকে ৩৬৯.২২ কোটি রুপি আয় করে ‘জাওয়ান’। তার মধ্যে ৩২৭.৮৮ কোটি রুপি এসেছে হিন্দি সংস্করণ থেকে। বাকি ৪১.৫৫ কোটি রুপি আয় হয়েছে তামিল ও তেলুগু থেকে। অন্যদিকে বিশ্বজুড়েও দুর্দান্ত ব্যবসা করছে এ সিনেমা। প্রথম ৯ দিনেই ৭০০ কোটি রুপি ব্যবসা করেছে ‘জাওয়ান’। যা বাংলাদেশি মুদ্রায় ৯৩৩ কোটি টাকারও বেশি।
প্রথম সপ্তাহেই ‘জাওয়ান’ ভেঙে দিয়েছে বলিউডের বেশ কয়েকটি রেকর্ড। ‘জাওয়ান’-এর আগে এত দ্রুত গতিতে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেনি কোনো বলিউডি সিনেমা। সেই সঙ্গে বিশ্বব্যাপীও শাহরুখের ‘জাওয়ান’ সবচেয়ে দ্রুতগতিতে পৌঁছে গেছে ৫০০ কোটিতে! বলিউডে এর আগে এই রেকর্ড ছিল শাহরুখেরই সিনেমা ‘পাঠান’র দখলে। তবে শেষমেষ সেটি ভেঙে দিল ‘জাওয়ান’।
‘জাওয়ান’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করছেন শাহরুখ খান। একই বছরে ‘পাঠান’-এর পর ‘জাওয়ান’ দিয়ে ১ হাজার কোটি রুপি আয়ের পথে হাঁটছেন। সে পথে ‘জাওয়ান’-এর আয় এ মুহূর্ত পর্যন্ত ৭০০ কোটি রুপি। আশা করা হচ্ছে এ মাস শেষ হওয়ার আগেই সিনেমাটি দেড় হাজার কোটি রুপি আয় করবে।
‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করলেন বলিউডের কিং শাহরুখ খান। সেই সঙ্গে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও তারকা বিজয় সেতুপতি।
সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, ঋধি ডোগরা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘জাওয়ান’ প্রযোজনা করেছেন গৌরি খান। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়