সানিয়া-শোয়েবের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছিলেন শাহরুখ!
২৩ জানুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ের খবর দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। শনিবার (২০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে নববধূর ছবি প্রকাশ করে জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। এরপরেই পুরনো একটি ভিডিও হঠাৎ করেই নতুন করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বলিউড সুপারস্টার শাহরুখ খান সানিয়া মির্জা ও শোয়েব মালিককে প্রশ্ন করেছিলেন কেন তারা বিয়ে করেছিলেন?
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল। সেই বছরের জানুয়ারি মাসে তাদের আলাপ হয়। এপ্রিল মাসে বিয়ে করেন তারা। শাহরুখ এক অনুষ্ঠানে সানিয়া এবং শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন, “কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?” এই প্রশ্নের উত্তরে সানিয়া হাসতে হাসতে বলেন, “শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না।”
এর পর শাহরুখকে সানিয়া বলেন, “আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।” একই প্রশ্ন শোয়েবকেও করেন শাহরুখ। এদিকে পাক ক্রিকেটার উত্তরে বলেন, “কোনও কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।”
তবে শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। অনেককেই ওই ভিডিওর নীচে লিখতে দেখা যায়, “সানিয়ার জন্য খারাপ লাগছে।” কেউ লেখেন, “আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি।” কেউ লেখেন, “লাজুক হলেও তিনটে বিয়ে করে নিয়েছে ঠিক।”
এদিকে সম্প্রতি জানা গেছে, তৃতীয় বিয়েতে শোয়েব পাশে পাননি নিজের পরিবারের সদস্যদের। তার বোন সানিয়াকে সমর্থন করে প্রকাশ্যে জানিয়েছেন তিনি তার ভাইয়ের কাণ্ডে বিরক্ত। অন্যদিকে সানিয়া ব্যক্তিগত জীবন সামনে আনার পক্ষে নন। বরাবরই তার কথাগুলো বিবৃতি আঁকারে তুলে ধরে তার পরিবার। এবারও তাই করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, সানিয়া কখনও ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেননি। কারণ, তিনি পছন্দ করেন না। বর্তমানে এমন পরিস্থিতিতে কিছু না বললেও নয়। তাই তিনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলেছেন। আরও বলা হয়েছে, সানিয়া অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই তাকে নিয়ে, তার বিচ্ছেদ নিয়ে অযথা গুঞ্জন না রটানোই কাম্য। যাতে তার আগামী সুস্থ, সুন্দর থাকে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি