বলিউডের ‘ফাইটার’: শেষ পর্যন্ত নির্ধারিত দিনে মুক্তি পেল না বাংলাদেশে
২৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম
কথা ছিল, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে হিন্দি সিনেমা ‘ফাইটার’। নিয়ম অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনও মিলেছিল। হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি প্রসঙ্গে এমন কথাই সাফ জানিয়েছিলেন এর বাংলদেশি পরিবেশক অনন্য মামুন।
বৃহস্পতিবার সকাল নাগাদও মামুন স্পষ্ট গলায় বলেছেন, বিকালে ছবিটি দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা। এরপর সন্ধ্যা থেকে অথবা শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে দেশজুড়ে চলবে এটি।
কিন্তু দেশে ‘ফাইটার’ তরী ডুবে গেলো তীরে এসেই! এক সপ্তাহ পরই ফেব্রুয়ারি তথা ভাষার মাস। তাই এই মাসে কোনও হিন্দি ছবি প্রদর্শনে সম্মতি দিচ্ছে না চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। অগত্যা ‘ফাইটার’ মুক্তি বাতিল করলেন আমদানিকারক মামুন।
তার ভাষ্য, “কাল (শুক্রবার) মুক্তি দিলে কেবল ৬ দিন পাবো। আর এই কদিনের জন্য ছবির প্রযোজক মুক্তি দেবেন না। তাই আমরা বাংলাদেশে ‘ফাইটার’ মুক্তি দিচ্ছি না।”
হিন্দি ছবি দেশে মুক্তি দিতে গেলে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের অনুমতি লাগে। সেটার জন্যই আবেদন করেন মামুন। কিন্তু সংগঠনের এই জোট শর্ত দেয় যে, ফেব্রুয়ারির আগে কিংবা পরে ছবিটি মুক্তি দেওয়া যাবে।
এ বিষয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম খসরু বলেছেন, “গতকাল (২৪ জানুয়ারি) এফডিসিতে পরিষদের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাদের সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা জানুয়ারি মাসে হিন্দি ছবির মুক্তির ব্যাপারে সম্মতি দিতে একমত হয়েছি। তবে ভাষার মাসে হিন্দি ছবির প্রদর্শনী যাতে না হয়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শর্ত মেনে ‘ফাইটার’ ছবির আমদানীকারক অনাপত্তিপত্র চাইলে দেওয়া হবে।”
অনন্য মামুন জানান, আমদানির সব নিয়ম মেনেই তিনি ‘ফাইটার’ এনেছেন। মুক্তির ব্যাপারেও আশাবাদী ছিলেন। সেই মোতাবেক প্রচারণার কাজও এগিয়ে নিয়েছেন। শেষ পর্যায়ে এসে ছবিটি মক্তি না দিতে পেরে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও মন্তব্য করেন এই নির্মাতা-পরিবেশক।
উল্লেখ্য, ‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। ভারতে মুক্তির পর থেকে ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ