মুক্তির প্রথম দিনে কত আয় করলো ‘ফাইটার’
২৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ পিএম
বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মুক্তি কথা ছিলো হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘ফাইটার’। কিন্তু বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেলেও বাংলাদেশে মুক্তি পায়নি ‘ফাইটার’। মুক্তির প্রথম দিনেই নাকি সিনেমাটি ভারতেই ৩০ কোটি রুপি আয় করেছে। কিন্তু তাতে গত বছর প্রেক্ষাগৃহে ঝড় তোলা ‘পাঠান’, ‘জাওয়ান’ তো দূরের কথা, ‘অ্যানিম্যাল’কেও ছাড়াতে দিতে পারেনি হৃতিক-দীপিকা-সিদ্ধার্থের এ সিনেমা।
যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে বোঝা যাবে, হৃতিক অভিনীত প্রথম ‘এরিয়াল অ্যাকশন’ ঘরানার সিনেমা বেশ পছন্দ হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের। সিনেমার অ্যাকশন তো বটেই, হৃতিক ও দীপিকার রসায়নও নাকি সবাই ভীষণ পছন্দ করেছেন।
এদিকে মুক্তির কয়েক দিন আগে সেন্সর বোর্ডের কাঁচির মুখে পড়েছিল যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমা ‘ফাইটার’। সিনেমাটি থেকে হৃতিক ও দীপিকার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল ভারীয় সেন্সর সনদ প্রদান প্রতিষ্ঠান- সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। শুধু তাই-ই নয়, সংযুক্ত আরব আমিরাত ছাড়া পশ্চিম এশিয়ার অন্যান্য দেশে মুক্তির ছাড়পত্র পর্যন্ত পায়নি ‘ফাইটার’।
‘সিবিএফসি’র নির্দেশ নিয়ে ‘ফাইটার’ সিনেমার সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, ‘আমার সিনেমার কোনো দৃশ্যই জোর করে ঢোকানো নয়। সিনেমার গল্পের সঙ্গে সঙ্গতি রেখেই দৃশ্য ধারণ করা হয়েছে। তবে আমরা এটাও বুঝি যে সেন্সর বোর্ডের কিছু দায়বদ্ধতা ও নিয়মাবলি আছে। আমরা সিবিএফসির নির্দেশ মেনে কিছু দৃশ্যে পরিবর্তন করেছি। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, তাতে সিনেমার গল্পের উপর কোনো প্রভাব পড়বে না।’
নির্মাতা সিদ্ধার্থ আরও জানান, সিনেমার শেষের দিক থেকে নাকি কিছু দৃশ্য বাদ পড়েছে, ফলে সিনেমার চিত্রনাট্য কোনোভাবেই প্রভাবিত হয়নি।
‘ফাইটার’ সিনেমাটিতে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও আরো অভিনয় করেছেন অনিল কাপুর, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম১৮ মোশন পিকচার্স।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে