নির্মাণের শুরুতেই আইনি বিপাকে জলি এলএলবি ৩
১৯ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৯ মে ২০২৪, ১২:০২ এএম
প্রথম দুটো ভাগ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। করোনা পরবর্তী সময়ে যখন বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, সে সময় দর্শক মনে উন্মাদনা তৈরি করেছিল ‘জলি এলএলবি’। এই সিকুয়েলের প্রথম দুটি ছবিই হিট। তৃতীয় ছবি জলি এলএলবি ৩-তে এবার একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসিকে। সঙ্গে হুমা কুরেশিও রয়েছেন। কিন্তু জানা গেছে, শুটিং শুরু হতে না হতেই নাকি আইনি সমস্যা দেখা দিয়েছে। ছবির বিরুদ্ধে আজমির আদালতের দ্বারস্থ হয়েছেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। তাঁর অভিযোগ, ছবিতে বিচারপতি এবং আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে। আইনজীবীদের অসম্মান করা হয়েছে। ২০১৩ সালে মুক্তি পায় আরসাদ ওয়ারসি অভিনীত ছবি ‘জলি এলএলবি’। এই ছবিতে জমিয়ে মামলা লড়তে দেখা গিয়েছিল আরশাদ ওয়ারসিকে। এরপরে ২০১৭ সালে জলি এলএলবি ২-তে সেই জায়গায় অভিনয় করেন অক্ষয় কুমার। সেই ছবিও প্রশংসিত হয়। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলি এলএলবি ৩’ ছবির শুটিং। ছবির গল্পে মুখোমুখি লড়াই করতে দেখা যাবে দুই জলিকে। এবার টক্কর দুই জলির মধ্যে। বিচারকের ভূমিকায় দেখা যাবে সৌরভ শুক্লাকেই। সূত্রের খবর, এই ছবির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন চন্দ্রভান সিং রাঠোর। আগের দুই ছবি দেখার পরই নাকি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। প্রযোজক, পরিচালকের পাশাপাশি অভিনেতাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তাঁর। আইনজীবীর বক্তব্য, হিন্দি সিনেমা অনেকটাই প্রভাব ফেলে এখনকার প্রজন্মের জীবনে। সেখানে দেশের আইনি ব্যবস্থা, বিচারব্যবস্থাকে নিয়ে হাসি-মস্করা করা হচ্ছে। বিচারককে নিয়েও ঠাট্টা-তামাসা হচ্ছে, যেটা একেবারেই সঠিক নয়। অবিলম্বে ‘জলি এলএলবি ৩’ ছবির শুটিং বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি। রাঠোরের দাবি, ‘মনে তো হচ্ছে, প্রযোজক, পরিচালক, অভিনেতারা দেশের বিচার ব্যবস্থাকে কোনও সম্মানই করে না। আজমিরের ডিআরএম অফিস-সহ নানা গ্রামে-গঞ্জে এখনও ছবির ছবির শুটিং হচ্ছে। আরও কয়েকদিন ধরে হবে। শুটিং চলাকালীনও যেমন ছবি দেখা যাচ্ছে, তাতে একথা আরও বেশি মনে হচ্ছে।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ