রাফাহতে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানালেন বলিউড তারকারা
২৯ মে ২০২৪, ০৪:৫৭ পিএম | আপডেট: ২৯ মে ২০২৪, ০৪:৫৭ পিএম
ইসরায়েল-হামাসের সংঘাত যেন দিন দিন বেড়েই চলেছে। একের পর এক আক্রমন পাল্টা আক্রমণে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা ভূখণ্ড। দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছে না ছোট্ট শিশুও। ইতোমধ্যে যুদ্ধ বন্ধের জন্য বেশ কয়েকবার আহ্বান জানালেও হামলা থামার কোনো লক্ষণই নেই। সম্প্রতি ফের ফিলিস্তিনের রাফাহতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত মারা গেছেন ৬৬ জন। ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এদিকে রাফাহতের হামলায় প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকারাও।
এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং রয়েছে ‘অল আইজ অন রাফাহ’। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি শেয়ার করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। আর এই ট্রেন্ডে এবার দেখা গেল—আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, স্বরা ভাস্কর, দিয়া মির্জা ও রিচা চাড্ডাসহ আরও বেশ কয়েকজন ভারতীয় অভিনেতাকে।
অভিনেত্রী আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম স্টোরিজে ‘দ্য মাদারহুড হোম’-এর একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে #AllEyesOnRafah (অল আইজ অন রাফাহ) ব্যবহার করেছেন তিনি। পোস্টটিতে লেখা হয়েছে ‘প্রেম, নিরাপত্তা, শান্তি এবং জীবন’ এমন জিনিস, যা প্রতিটি শিশুর অধিকার।
ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বরুণ ধাওয়ানও লিখেছেন, ‘অল আইজ অন রাফাহ’।
এদিন ইনস্টাগ্রাম স্টোরিজে ইউনিসেফের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের একটি পোস্ট শেয়ার করেছেন কারিনা কাপুর। পোস্টটি ছিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের— যিনি রাফাহতে শিশু ও মানুষ হত্যার নিন্দা করেছেন এবং এই কাজটিকে ‘অবিবেচনীয়’ বলে অভিহিত করেছেন।
একইভাবে প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, স্বরা ভাস্কর, দিয়া মির্জা ও রিচা চাড্ডারা একই পোস্ট শেয়ার করেছেন।
গাজায় গত ৭ অক্টোবর নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে অঞ্চলটির বিভিন্ন এলাকা থেকে রাফাহ শহরের ওই আশ্রয়শিবিরটিতে আশ্রয় নেয় হাজার হাজার মানুষ। গত রোববার (২৬ মে) রাতের হামলায় বাস্তুচ্যুত মানুষের সেই আশ্রয়শিবিরও রেহাই পায়নি। বিমান থেকে নিক্ষেপ করা বোমার আঘাতে শিবিরের তাঁবুগুলো পুড়ে যায়।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, আশ্রয়শিবিরে তাঁবুর ভেতর নারী, শিশুসহ অনেকে জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়। স্থানীয় সময় গত রোববার (২৬ মে) রাত ৮টা ৪৫ মিনিটে আশ্রয়শিবিরটিতে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ইউকের এক বিবৃতিতে বলা হয়েছে, আশ্রয়কেন্দ্রগুলো নিরপরাধ বেসামরিকদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। তার পরও তাদের নৃশংস সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। নারী, শিশুসহ লোকজনকে আশ্রয়শিবিরে তাদের তাঁবুর মধ্যে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অঞ্চলটিতে ৩৬ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টা ৪৬ জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে ১১০ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ৩৬ হাজার ৯৬ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। একই সময়ে আহত হয়েছে ৮১ হাজার ১৩৬ জন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি