চড়কাণ্ডের পর পাল্টে গেল কঙ্গনার সুর
১৩ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম

ভারতের নবনির্বাচিত বিজেপি-দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের চড়কাণ্ডে সরগরম নেটদুনিয়া। ইতোমধ্যে এই ঘটনায় অভিযুক্ত সিআইএসএফের ওই নারী কনস্টেবল কুলবিন্দর কৌরকে গ্রেপ্তারের পাশাপাশি চাকরি থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নির্বাচনে টিকিট পাওয়ার পর কঙ্গনা জানিয়েছিলেন ভাবনার পুরোটা জুড়েই তার রাজনীতি। কিন্তু ভোটে জেতার পর গালে চড় পড়তেই পাল্টে গেল সুর। এবার তিনি জানালেন, রাজনীতির চেয়ে অভিনয় সহজ। এক পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘দ্য হিমাচলি পডকাস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা রনৌত জানান যে, রাজনীতির চেয়ে চলচ্চিত্রে কাজ করা অনেক সহজ। পাশাপাশি তিনি এও জানান যে, অতীতেও নাকি বহুবার তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন।
সাক্ষাৎকারে কঙ্গনা হিন্দিতে যা বলেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘এই প্রথম নয় যে, আমাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকবার রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলাম। ‘গ্যাংস্টার’-এর পর আমাকে ভোটে দাঁড়ানোর টিকিট দেওয়া হয়েছিল। আমার প্রপিতামহ কম করে তিনবার বিধায়ক হয়েছিলেন।’
তিনি আরো বলেন, দেখুন, ‘আপনি যদি এমন একটি পরিবারের অন্তর্ভুক্ত হন যেখানে আপানার পরিবারের অন্য কেউ সাফল্য পেয়েছিলেন, সেখানে স্থানীয় নেতারা আপনার কাছে তো আসবেই এই ধরনের প্রস্তাব নিয়ে। এটা খুবই স্বাভাবিক। শুধু আমি নয়, আমার বাবাও এই অফার পেয়েছিলেন। আমার দিদিও অ্যাসিড হামলা থেকে বেঁচে যাওয়ার পর তাকেও রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাই আমাদের কাছে রাজনৈতিতে যোগ দেওয়ার প্রস্তাব পাওয়াটা এমন কিছু বড় কথা নয়...আমি যদি এতে আগ্রহী না হতাম, তাহলে আমাকে এত কষ্টের মধ্য দিয়ে যেতে হতো না।’
অভিনয় প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমি আমার প্যাশনকে ফলো করেছিলাম। আর ছবির ক্ষেত্রে আমি যে শুধু অভিনয় করেছি তেমনটা নয়, সঙ্গে লেখক, পরিচালক এবং প্রযোজক হিসেবেও কাজ করেছি। সেখানেও যতটা একাত্ম হয়ে কাজ করেছি, এখানেও তার ব্যতিক্রম হবে না। এখানেও আমাকে যদি মানুষের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে হয়, সেই ভাবেই কাজ করব। তবে এটা আমি অস্বীকার করব না যে রাজনীতি অভিনয়ের তুলনায় বেশ কঠিন একটা বিষয়।’
উল্লেখ্য, সম্প্রতি চণ্ডীগড় বিমানবন্দরের বিজেপির নবনির্বাচিত সাংসদ অভিনেতা কঙ্গনাকে সিআইএসএফ-এর এক নারী জওয়ান চড় মারেন। চড় মারার কারণ হিসেবে তিনি কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার ‘খলিস্তানি’ মন্তব্যের প্রসঙ্গ তোলেন। এই ঘটনার পর গোটা ভারত কার্যত দুভাগে বিভক্ত হয়ে যায়। ওই নারী জওয়ানের সমর্থনে যেমন বহু মানুষকে সোচ্চার হতে দেখা গিয়েছে, তেমনই নিরাপত্তার প্রসঙ্গ তুলে অনেকেই তার কাজের বিপক্ষে প্রতিবাদ করছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

কসবায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিসে দুদকের একযোগে অভিযান

ভারত-পাকিস্তান সংঘাতে রাশিয়ার গভীর উদ্বেগ, শান্তির আহ্বান

চাকরি ফিরে পাচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান

নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

পাকিস্তানে ভারতীয় হামলায় নিহত ৭০, এনডিটিভির দাবি

বাগেরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালকের মৃত্যু

জাতীয় ঐকমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে : আলী রীয়াজ

`ইসলাম মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কোন আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন না'

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

যুদ্ধ নয়, আলোচনাই একমাত্র পথ: সিনেটর জিন শাহিন

তৃতীয় পক্ষ নয়, কাশ্মীর ইস্যুতে সরাসরি পাকিস্তানের পক্ষেই যুদ্ধ করবে চীন

সব ধরনের অনলাইন জুয়া নিষিদ্ধ, শাস্তিযোগ্য অপরাধ

পাওনা টাকা চাওয়ায় ভ্যানচালক কে হত্যা করে চোখ তুলে নিলো গ্যারেজ মালিক

কুয়েটে অচলাবস্থা: শিক্ষক-শিক্ষার্থী আন্দোলনে মুখে ব্যাহত একাডেমিক কার্যক্রম

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সুদানে বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় স্পেনের তীব্র নিন্দা

কুড়িগ্রাম সীমান্তে ৮ বাংলাদেশীসহ ৪৪ জন আটক

দিনশেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয় : জামায়াত আমির