নব্বইয়ের প্রেমের সুবাস ছড়াতে আসছে ‘দ্য রয়্যালস’
২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম

একটা সময় ছিল যখন নাটকের গল্পই ছিল মনে ধরার মতো, সেই বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী জানান, ‘জানি না কেন এখন প্রেমের গল্প সে অর্থে লেখা হয় না। কিন্তু আমি মনে করি, আবার তা ফিরে আসবে।’ নতুন ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এমন কথাই বললেন অভিনেত্রী ভূমি পেড়নেকর। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিরিজটিতে তিনি ঈশান খাট্টারের সঙ্গে রোমান্স করবেন।
গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘দ্য রয়্যালস’-এর ট্রেলার। এদিকে মুক্তি উপলক্ষে যশ রাজ ফিল্মস স্টুডিওতে এক রাজকীয় আয়োজন করা হয়েছিল। জমকালো এ আসরে সিরিজের অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সাক্ষী তানওয়ার, চাঙ্কি পান্ডে, ডিনো মোরিয়া, ঈশান খাট্টার, ভূমি পেড়নেকরসহ অনেকে। এই প্রথম সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন ভূমি। অভিনেত্রী মনে করেন, বলিউডে প্রেমের গল্পের খরার মধ্যে সিরিজটি প্রেমের সুবাস ছড়িয়ে দেবে। তাঁর ভাষ্যে, ‘এটা আবার রোমান্স ঘরানাকে ফিরিয়ে আনতে চলেছে। নব্বইয়ের দশকে যা বড় পর্দায় দাপট দেখাত।’
জানা যায়,এক রাজপুত্র আর এক সাধারণ কন্যার প্রেমকাহিনি নিয়ে আট পর্বের সিরিজ ‘দ্য রয়্যালস’। এ সিরিজে রাজকুমার অভিরাজ সিংয়ের ভূমিকায় দেখা যাবে ঈশানকে। আর ভূমি অভিনীত চরিত্রের নাম সোফিয়া শেখর। সিরিজে তিনি একটি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ভূমি বলেন, ‘নব্বইয়ের দশকের সব সুপারস্টার তাঁদের ক্যারিয়ার গড়েছিলেন রোমান্সের আধারে। এখন এ ঘরানাকে বেশি গুরুত্ব দেওয়া হয় না। আমি মনে করি, এ সিরিজ তাজা হাওয়া ছড়িয়ে দেবে, যা দেখে এ ধরনের আরও রোমান্টিক সিরিজ হবে।’সিরিজে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে ভূমি বলেন, ‘সোফিয়া চরিত্রের নানা দিক আমাকে অনুপ্রাণিত করেছে। চরিত্রটি আমাকে মাটির সঙ্গে যেন জুড়ে রেখেছে। এ সিরিজে অভিনয় করতে আমি যতটা উপভোগ করেছি, আশা করি দর্শক সিরিজটি দেখতে অতটাই মজা পাবেন। আমি যেদিন এর শুটিং শুরু করেছিলাম, সেদিন আমার প্রবল জ্বর ছিল।’
আরেকদিকে অভিনেতা ঈশান খুশি যে তাঁর কাছে এ ধরনের প্রেমের গল্প এসেছে। ঈশান জানান, এ সিরিজের মাধ্যমে একাধিক অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পাওয়া তাঁর জন্য ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা।
অভিনেতা আরও জানান, এ সিরিজ থেকে হাসি, আনন্দ, ড্রামা, ভালোবাসা-সবই পাবেন দর্শক। এখন পর্যন্ত যত চরিত্রে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে অভিরাজ সবচেয়ে মজাদার চরিত্র। ঈশান জানান, চরিত্রের প্রস্তুতির জন্য দুই মাস ধরে ঘোড়ায় চড়া শিখেছেন। শিখতে হয়েছে পোলো খেলা।
প্রসঙ্গত,সিরিজটি দিয়ে অভিনয়জগতে প্রত্যাবর্তন করতে চলেছেন জিনাত আমান। এদিনের আসরে তিনি উপস্থিত ছিলেন না। তবে ভিডিও বার্তার মাধ্যমে জিনাত আমান বলেন, ‘নতুন চরিত্র নিয়ে আমার উৎসাহ এখনো আগের মতোই আছে। সিরিজটি একেবারেই নতুন ধারণা থেকে লেখা, এটা ছিল আমার জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা। তরুণ অভিনয়শিল্পীদের নতুন দৃষ্টিভঙ্গি ও তাঁদের প্রাণশক্তি সেটের পরিবেশকে জীবন্ত রেখেছিল। এ গল্পে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রীতীশ নন্দী কমিউনিকেশন ও নেটফ্লিক্সকে ধন্যবাদ জানাতে চাই।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

রাজশাহীর পুঠিয়ায় শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কার করল ভারত

ও কাঁপছিল, কাঁদছিল, চলতে পারছিল না— নাক দিয়ে রক্ত ঝরছিল'

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা

'জনতার মেয়রকে পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা'

বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি মামুন সম্রাট আটক

আয়নাঘর পরিদর্শনে করেন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

সাম্য দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা: ছাত্রদল সভাপতি

‘সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হোক’

মাদক আস্তানায় পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান: হাসনাত আবদুল্লাহ

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে পরিবর্তন করছে সরকার

বাংলাদেশের নির্বাচন পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়: প্রেস সচিব

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

‘মুসলিমদের সঙ্গে শত্রুতা বন্ধ করুন’— ভারতের প্রতি ওমানের গ্র্যান্ড মুফতির আহ্বান

২০২৪ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির রেকর্ড দেখেছে পৃথিবী

ইতালির মাউন্ট এটনায় ফের অগ্ন্যুৎপাত, ছড়াচ্ছে উত্তপ্ত লাভা-ছাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে সউদী আরবের ৩০০ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি

সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্রাম্প