ঈদে কি শাকিবের চেয়ে অনন্ত এগিয়ে?
১৬ এপ্রিল ২০২৩, ০৯:২৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
আসন্ন ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। তবে সিনেমাগুলোর মধ্যে মূলত প্রতিযোগিতা হবে অনন্ত জলিলের ‘কিল হিম’ এবং শাকিব খানের ‘লিডার-আমিই বাংলাদেশ’-এর মধ্যে। সিনেমা দুটির মধ্যে ইতোমধ্যে টিজার ও গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রায় একই সময়ে রিলিজ পাওয়া সিনেমা দুটির টিজার ও গানের ভিউ-এর দিক থেকে এখন পর্যন্ত এগিয়ে আছে অনন্ত জলিলের ‘কিল হিম’-এর টিজার। সিনেমাটির পরিচালক মো. ইকবাল তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন, গত ১২ তারিখ সন্ধ্যা ৭ টায় রিলিজ হয় কিল হিম চলচ্চিত্রের টিজার। এখন পর্যন্ত শুধুমাত্র অনন্ত জলিলের পেজে ‘কিল হিম’ সিনেমার টিজারের ভিউ হয়েছে ২২ লাখ। এর বাইরেও আরও অসংখ্য চ্যানেলে আপলোড হয়েছে ‘কিল হিম’ চলচ্চিত্রের টিজার। সেগুলোর ভিউও কোনটাই লাখের নিচে নয়। সব মিলিয়ে এটা ¯পষ্ট যে, দর্শকের মধ্যে ‘কিল হিম’ চলচ্চিত্র নিয়ে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ‘কিল হিম’ চলচ্চিত্রের টিজারটি মানুষ গ্রহণ করেছে। একজন পরিচালক হিসেবে আমি আনন্দিত এবং সকল চলচ্চিত্র প্রেমীদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালবাসা। আশা করি, সিনেমা রিলিজের পরও দর্শকের এই ভালবাসা অব্যাহত থাকবে। অন্যদিকে, ‘লিডার-আমিই বাংলাদেশ’-এর ‘কথা আছে’ গানটি আরটিভি মিউজিকে রিলিজ দেয়া হয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ভিউ হয়েছে ৪৮ হাজার। তবে এটা স্পষ্ট ‘কিল হিম’ সিনেমার টিজার এবং অনন্ত জলিলের চিরায়ত অ্যাকশন মুডের ভিন্ন রূপ দর্শকের মাঝে বেশ ঝলক ও চমক সৃষ্টি করেছে। ফার্স্ট লুক হোক আর টিজার হোকÑদুটোই চোখে লাগার মতো। চোখে পড়ে। একটি চমকপূর্ণ সিনেমা হয়ে ধরা দেয়। নিজের ঘরের বাইরে গিয়ে অন্য ঘরের সিনেমা করা অনন্তর জন্য চ্যালেঞ্জই বটে। তবে সিনেমার শুটিংয়ের শুরু থেকেই তিনি এ চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। কারণ, নিজের ঘরের সিনেমার ক্ষেত্রে কিছুদিন বিরতি দিয়ে শুটিং করলেও ‘কিল হিম’ সিনেমার ক্ষেত্রে তিনি একটানা ১৫ দিন বগুড়ায় থেকে শুটিং করেছেন। এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল তার জন্য। এ চ্যালেঞ্জে বলা যায়, তিনি উৎরে গেছেন। তার এ পরিশ্রম এবং একাগ্রতার ছাপ এখন পোস্টার ও টিজারে ফুটে উঠেছে। নিশ্চিতভাবেই বলা যায়, পুরো সিনেমা দেখলে দর্শক নতুন এক অনন্তকে দেখতে পাবেন। তারা মুগ্ধ হবেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি